Thursday, April 29, 2021

The real skill


If you're angry

you might be hungry

go eat something good, 

you could heal with food. 


It's a germ you need to

kill, it causes mayhem

inside your body, your system

fails, you lose the game. 


Food, prayers, reading, writing, 

playing are mighty friends that will

help you rise; smiling, you could 

regain peace, with skill. 

Wednesday, April 28, 2021

word to word

untouchables,
bloody fights between
faiths of the same, different
religions are single stories that
do not define them…

… I imagine

Jesus, Krishna, Mohammad, Buddha
sitting under a tree and talking

how are they talking…

can I, you, you, and you talk like them

I can see flowers, fruits
blooming in their words…

but our words,
stoning each other,
bombing the universe

way to go

if you loved the ripples,
emotions thrashing
at the beach of life,
accepted them in their
entirety,

if you loved the sand,
the sun, and the salt;

the whole that came
along,
then,
with each
making and
breaking of
the streams,
you could
see a sea change
in the way you’d behold
the world
, and that'd set you
free,

even if it were for a moment,

waves rocking as clouds,

like the Stone of Sisyphus,
an exhilarating experience,
a blissful boon, not
a perpetual curse.  

Tuesday, April 27, 2021

প্রেমে হাবুডুবু

তুই কি করছিস? 

কিছু না, কিস্যু ভালো

লাগছে না, আর তুই? 

তোকে মিস করছি।

I am furious 😡

I am furious! 

But relax, for

it doesn't matter, 

take care. 

😃 

Sunday, April 25, 2021

the truth

truth, the light
rest becloud the sight


ভালবাসার ভাষা

 

ভালবাসার ভাষায় ভাসে
সমস্ত চোদ্দো লোক,
সাতটি উর্ধ্বে, সাতটি অধে
একই আলোর জোরে
চলে মহাকালের স্রোতে;


এ এক অন্য অনুভূতি
এক ভিন্ন অভিব্যক্তি,
সুবিশাল সমুদ্র সে যে,

... 


, , , খ দিয়ে সেজে
যখন তাকে ধরতে যাই
হাবুডুবুই খাই, বুঝি
অধরার কুল কিনারা নাই।  

 

তোমার ভালবাসা


সুধীর বাবুর বেজায় যে রাগ
গরমকালের চোটে, টাকাকড়ি
সব খুইয়ে বেকার হলেন
বটে।

এসি কিনবে? খেমতা
কোথায় কি যে বলেন মশাই
পাউডার যদি মিলতো ছোট
বর্তে যেতাম ভাই।

হঠাৎ সেদিন সকালবেলা
কুরিয়ার এল ঘরে, একমাত্র
মেয়েটি যে তার চিন্তা করেই
মরে।

কিন্তু বাস্ক খানা খুলে সুধীর
বড্ড গেলেন খেপে, গাছেতে জল
দেবার জন্য এল বিশাল পিপে।
বলেন তিনি চড়া গলায়, চাইনা
এসব জিনিস, 'ওকে, ওটা ফেরৎ
যাবে' বলেই কথা ফিনিশ।

আর কতকাল বাঁচতে হবে
ভাবেন ব'সে সুধীর, মরতে যাবার
জন্য সে তো এক্কেবারে অধীর।
তিরিশ বছর চাকরি করেও
পকেট গড়ের মাঠ, একটি মাত্র
কন্যা যে তার দেখতে শুনতে স্মার্ট,
স্বভাব খানা নরম বড্ড বুদ্ধি
আছে মাথায়, এটা ভেবেই বাঁচছে
বাবা ছোট্ট একটি বাসায়।

রান্নাবান্না করে সুধীর 
খেলনাবাটি দিয়ে, একা একা বছর
ঘোরে মন্দ মন্দ পায়ে। হে ভগবান
সব হারিয়ে তোমার কাছে আসা,
পূর্ণ আমায় করলে দিয়ে তোমার
ভালবাসা

আমায় তুমি এমন
ভাবেই তোমার পাশে রেখো,
করুণারই দৃষ্টি দিয়ে মেয়েকে
আমার দেখো।

Friday, April 23, 2021

বাঁচবে সর্বজন

উঠেছে করোনার দ্বিতীয়
ঢেউ, রূপকথার রাক্ষস
যেন, চুপিসারে বেরিয়ে এসে
করছে হাউ, মাউ, খাউ।

উদভ্রান্ত মানুষ, সমগ্র বিশ্ব
জুড়ে করছে হাহাকার, কেউ
মরছে ভাইরাসের কোপে, কেউ
মরছে ভয়ে, কেউ ভয়ে মরছে,
এই বুঝি ক্ষুদ্র নরখাদকের দল
ক'রে দেহে অনধিকার প্রবেশ
করে বুঝি সবাইকে শেষ।

অগনিত মূল্যবান জীবন
হারাচ্ছে প্রাণ, বিজ্ঞানী,
ডাক্তার, সেবক, সেবিকার
অক্লান্ত পরিশ্রম, নির্ভীক
রাজপুত্রে-কন্যাদের মত,
দেখাচ্ছে আশার আলো,
এই শিখার জ্যোতি বিফলে
যাবে না কখনো, পরাজিত
করবে তারা রূপকথার রাক্ষসদের।
নির্মূল হবে বাক্সে বন্ধ করোনার
প্রাণভ্রমর, স্তব্ধ হবে করণের আক্রমণ,
সেবার হবে জয়, বাঁচবে সর্বজন।

#covid19

some small poems

times have passed
so have the sins,
in the space that lasts
we can create love within

....

before you die
never hesitate to try,
all steps faltered
can be altered,
all wrongs righted,
all mistakes corrected,

as long as you're breathing
as long as you're living
never stop trying

...

I don't win if you lose
my profit isn't in your loss
strides for peace if you choose
to live by these thoughts 

...

Thursday, April 22, 2021

কিছু কবিতা

কিছু কবিতা আছে
ভয়ংকর তেতো
প্রথম পাতে পড়া
নিমপাতার মত।  

খেতে কড়া হলেও
উপকারী তারা
ভিন্ন স্বাদে ভরা। 

চোখ কান মন হয় 
উন্মুক্ত, নিরাময়।    

an incurable malady

a disease...
traveled beyond
its borders, affected
the entire village, now
an incurable malady;
the first-world snobbery

une maladie a voyagé
au-delà de ses frontières,
affecté tout le village,
en ce moment,
un désordre inguérissable;
le snobisme du premier monde

একটি রোগ ...
নিজের রাজ্য অতিক্রম
করে ছড়িয়ে পড়েছে
সমগ্র গ্রামে
এখন এক দুরারোগ্য ব্যাধি;
প্রথম বিশ্বের উন্নাসিকতা 



শংখধ্বনি








তুমি চলে গেলে, তোমার লেখা,
বেদনা, ভালবাসার ভান্ডার,
তোমার 'হাতে হাত রেখে,
বেঁধে বেঁধে' থাকার আকুতি,
তোমার লেখনীতে ধরা পড়া
পাঁজরে দাঁড়ের শব্দধ্বনি
বিফলে যাবে না দেখো
হে চিত্তপ্রিয়, হে চূড়ামণি ।


জানি তোমারি রচিত
সুন্দর পৃথিবীর বুকে,
তোমার অপূর্ব বাণী,
তোমার বইয়ের ঘর,
যেখানে ধরা আছে
সময়ের জলছবি, বিছিয়ে
আছে তোমার জীবনের
সামান্য অসামান্য পাতা
শুকিয়ে যাবে না দেখো,
হে কাব্য শিরোমণি।


তোমার অসংখ্য ভক্তবৃন্দ,
ছাত্র ছাত্রী, পাঠক, পাঠিকা,
বাঁচিয়ে রাখবে তোমায়, তোমার
শব্দ আর সত্যের হাতছানি
ডাকবে তাদের, কবির মর্ম
বিমুগ্ধ করবে তাদের প্রতি পলে,
তাদেরই মুখে মুখে বাজবে 

যুগযুগ ধরে পবিত্র শংখধ্বনি। 


Wednesday, April 21, 2021

অনন্ত করুণার সুরে

যত শত সহস্র মন
করে চরাচর পৃথিবীর
বুকে, তারা যেন দেব
দেবী হয়ে বিচরণ করে
আমার অন্তরের আকাশে,
শিহরণ করি অনুভব
সমস্ত শরীরে। 

প্রণমি সবারে আমি আজি
এই অনুপম অমূল্য জ্ঞানে,
সশক্ত আমি তাই যেন
প্রতি পলে , প্রতি ক্ষণে
আলোকিত চারিধার, পুলকিত
আধার থেকে আঁধার যায় সরে
অনন্ত করুণার সুরে।  

বনবাস

আমার অন্তরে অফুরন্ত 
সূর্যের বসবাস
তবু চোখ মেলেও
অন্ধ আমি যেন, 
অন্ধকারে নির্বাসন 
চিরন্তন বনবাস 

Taking an examination in silo

I may be a writer
but what's preventing
me from thinking
like an editor, 

I may work as a clerk
but what's stopping
me from thinking
like the CEO,

I may be an Indian
but what's restricting me
to think like a being
of the world

পৃথিবীতে

পৃথিবীর কাছে যাই ধরা আছে
তাই কল্যাণময়

পৃথিবীতে যা কিছু আছে
সবই সহজ, খোলা মেলা

তাও কত রহস্য
কত শত বিস্ময় 

Saturday, April 17, 2021

প্রথম দেখা


কবে তোমার সাথে প্রথম
দেখা হয়েছিল ভাবতে ভাবতে
খেই হারিয়ে ফেলেছিলাম,

বোধহয় কলেজের লাইব্রেরিতে,
তুমি সুপ্রিয়া ভট্টাচার্যের কোন
এক উপন্যাসের মধ্যে ডুবে ছিলে,
আর আমি হয়ত কোন
অছিলায় এসেছিলাম তোমার
খোঁজে, 

বা হয়ত বিশুদার চায়ের দোকানে,
তুমি কালো লেবু চায় চুমুক
দিচ্ছিলে, আর পিঠে নিশ্চিন্তে
লুটাচ্ছিল তোমার ঘন বিনুনি
আমি এসেছিলাম কোন এক অজুহাতে,
হয়ত সেদিন তোমায় প্রথম দেখেছিলাম,

কিংবা তুমি যেদিন তোমার উদাত্ত
গলায় 'এ কি করুণা' গাইছিলে তোমার
বন্ধুদের মাঝে, আমি হঠাৎই এসে
পড়েছিলাম তোমার সামনে করুণাময়ের
কৃপায়, শুনেছিলাম তোমার গান 
মনপ্রাণ দিয়ে, সেদিনই কি তোমায় প্রথম
দেখেছিলাম; 

না, মনে পড়েছে, যেদিন তুমি 
যৌনকর্মীদের সন্তানদের মনোযোগ
দিয়ে দুলে দুলে অ, আ, ক, খ পড়াচ্ছিলে,
আমি সেদিন তোমাকে তোমার কাজের
ফাঁকে প্রথম দেখেছিলাম,

তার আগের যত দেখা সেগুলো
ছিল বাইরে থেকে দেখা, তোমার
সমুদ্রের মত গভীর চোখ, তাতে
হাবুডুবু খেয়ে তলিয়ে গিয়েছিলাম,
তোমার ঘন কালো মেঘের মত চুল,
তাতেই গিয়েছিলাম হারিয়ে, তোমার
সুমধুর কণ্ঠের জাদুতে মন্ত্রমুগদ্ধ
হয়ে গিয়েছিলাম,  

তোমার কর্মকান্ডের মধ্যেই
খুলেছিল আমার চোখ, তোমার
অন্তরের সাথে  সেদিনই হয়েছিল
আমার প্রথম দেখা। 

The royal human being

 











Your thoughts made you who are,
who you will always be, a
kind-hearted prince
a devoted husband
a friendly father
a true servant of the nation,
and to the world, a shining star,
a supreme human being

your demeanor emulated
a princely charm,
a grandiose calm,
a crowning equanimity

I’d like to know the books
you read, those men of letters
that made you a man of word

how impeccably
warm was your heart
how curious your brain
you truly became his
perfect work of art

you need to be studied,
your perception of the world,
your stories, mostly untold,
unknown, I pray they be shared
with the young and the old

I think you are the complete man
that Aristotle dreamt of,
that Tagore wrote about,
your fulfilling requiem
in your sincere and honest path
can nurture, nourish, and inspire
the budding minds of the earth

you will be laid to rest today,
amid deserving accolades,
praiseworthy words, silence,
dear king,
but I grieve for you;
like me, millions of souls
whom you have touched with
your kindness, and with your 
foremost way of living

millions will miss you dearly
as their leader, many will miss
your sharp sense of humor, 
while some as their loyal,
dependable, intelligent, clever,
family member, your life will sing
forever the song of a
royal human being

My deepest and warmest regards to the departed soul, the Duke of Edinburgh. I sincerely want his way of living to be shared with the world. I guess by following him, the world can go a long way to heal itself. A remarkable man. Flawless.

Saturday 17 April 2021

Friday, April 16, 2021

the white-washed name









hey dudes,
no matter what you say,
what you do, your feeling
lies hidden in the words
you choose to use;

you painted the building
white to lay bare your
ruthless supremacy, and yet
you thought you could so simply
white-wash the truth;

is it really that quiet and easy,
the polarised you can hardly hide
behind the talkative democracy;


the colorful flowers,

the poppies and the pansies
also adorn your garden,
they too enrich your heaven
but painting the walls thus
you left them
all at once

permanently out, as those
unfortunate poor cousins

words matter, names matter
because they reveal to the world
what you really think, delve
deep my friends, you'd rather
find the gap, the missing link  


Influenced by Abraham Lincoln

I will remind myself












I will remind myself
in every moment of my life
that I will die, I will die, I will die

I want to kill all the germs in me
that cheat, hate, compete, and lie;
I want to destroy the monsters
that are jealous, capricious, and angry,
I want to awaken the part of my brain
that forgets my death; in every breath
I take, I will bethink I will die,
I will die, I will die

I forgive you, you, and you
I forgive, that, this, and that,
at the drop of a hat, I forget
all sins that made me cry,
but I’ll always recall I will die,
I will die, I will die

I want to live on the page,
I want to love at every stage,
I want to sing, dance, play,
all along my way, beyond
borders, boundaries, overlooking
centuries of agonizing histories;
I want to make love with you,
my lustrous light, but hey I want
to say, every night and day 
that I will also die,
I will never ever deny that
I will die, I will die, I will die

I will remind myself
in every moment of my life
that I will die, I will die, I will die

Thursday, April 15, 2021

as a matter of fact









as a matter of fact, things
are quite simple, easy

but we have this
whitewashed elephant
in front of us,

we see the pleasant being
in fragmented parts,
unable to make any meaning;
through the paints,
we can catch a glimpse
of its severed organs,
but they appear to be
senselessly expensive,
disoriented, unable to sing
a holistic song, the rhythm
difficult, 
painful, incomprehensible;
the disfigured animal,
a distorted cerebral image
becomes unnecessarily
scholastic,
 keeping us way too 
distracted, confused, busy

as a matter of fact, things
are quite simple, easy

...

the french version

en fait

en fait, les choses sont
si simples, si faciles

mais nous avons cet
éléphant blanchi en face,
nous voyons l'être agréable
en parties fragmentées,
incapable de faire un sens;
à travers les peintures,
de leur organes sectionnés,
peut-on apercevoir
mais ils semblent être
insensément chers,
désorientés, incapables de chanter
ensemble une chanson holistique,
le rythme difficile, douloureux,
incompréhensible; l'animal défiguré,
une image cérébrale déformée
devient inutilement scolastique,
nous devenons alors trop distraits,
confus, occupés

en fait, les choses sont
si simples,
si faciles

...

the bengali version

বস্তুতঃ

বস্তুতঃ সব কিছুই
কিন্তু বেশ সহজ, সরল

তবে আমাদের সামনে
রয়েছে এক চুনকাম করা
সুবিশাল হাতি
আমরা সেই মনোরম জীবটিকে
দেখতে পাই ক্ষুদ্র, খণ্ডিত অংশে,
যার কোন মানে আমরা
করে উঠতে পারিনা,
এক ঝলক চোখ বুলিয়ে নেই
তার দেহের বিভিন্ন অঙ্গে,
দুর্বোধ্য, ব্যয়বহুল বোঝা
হয়ে ধরা দেয়,
দিকভ্রান্ত তারা, বেসুর,
গাইতে অক্ষম একই অঙ্গের
গান, এক ছন্দে, একসঙ্গে
তাল হারিয়ে হয়ে ওঠে
কঠিন, দুর্বোধ্য; বর্ণহীন প্রাণী,
একটি বিকৃত মস্তিষ্কের চিত্র
শিক্ষা, সভ্যতার এক নিষ্প্রাণ
চিহ্ন, আমাদের করে রাখে
উদ্ভ্রান্ত, দিগ্ভ্রান্ত, আমরা তাই
বয়ে যাই এক অর্থহীন
অহেতুক ব্যস্ততার স্রোতে

বস্তুতঃ সব কিছুই
কিন্তু বেশ সহজ, সরল


Wednesday, April 7, 2021

নতুন চলার পথ

হঠাৎ এক নতুন পথের স্বপ্ন

দেখছিলাম, সপ্তপদীর রিনা ব্রাউন

বাইক চালিয়ে গাইছে, 'এই পথ যদি

না শেষ হয়', আর তার পিছনে

বসে লা লা লা করছে কৃষ্ণেন্দু,

শোলে সিনেমার বাসন্তী কে দেখলাম

বাইক চালাতে, পাশে বসে মাউথ অর্গান

বাজাচ্ছে রাধা, মহানন্দে গাইছে ওরা,

'য়ে দোস্তি, হাম নহি তোরেঙ্গে'

দেখলাম আরাধনা সিনেমার

ফ্লাইট কমান্ডার বন্দনা ত্রিপাঠি

নামছে প্লেন থেকে, আবার বাইক

চালিয়ে যাচ্ছে বান্ধবীর সাথে গান

গাইতে গাইতে, 'মেরে সপ্নো কে রাজা

কব আয়েগা তু' আর টয় ট্রেনে বসে

গল্পের বই পড়ছে সুরাজ প্রসাদ সাক্সেনা,

কালাপথ্যর সিনেমার সুধা সেনকে

দেখলাম মার্চেন্ট নেভি ক্যাপ্টেন,

আর বিজয় পাল সিংহকে ডাক্তার

হিসেবে ...


ঘরে বাইরে নিখিলেশ, বিমলা, সন্দীপ

এরাও কেমন যেন পাল্টে গিয়ে অন্য

পথে হাঁটছে, যেখানে বিমলা অক্লেশে

বেরিয়ে আসছে চার দেয়ালের গন্ডি

থেকে... 


চলচ্চিত্রে র জগৎ থেকে ঢুকলাম

সাহিত্যের জগতে, সেখানেও এক অন্য

চিত্র, সবাই সমানে সমানে চলেছে,

রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র,

বিদ্যাসাগর, রামমোহন, আশাপূর্ণা দেবী,

রামকৃষ্ণ, শ্রীমা, রানী রাসমণিকে

দেখলাম একই পথে একসাথে হাঁটতে,

স্বপ্ন দেখার এই মজা,

তারা ফেলে আসা বেদনাশ্রু ভরা

দিনগুলির কথা আর বলছেন না,

সতীদাহ, বিধবা বিবাহ যেন অপ্রাসঙ্গিক

হয়ে গেছে, তাদের অক্লান্ত পরিশ্রমের

পর স্বস্তির নিশ্বাস ফেলে হাঁটছেন...


অধ্যাত্ম জগতের দৃষ্টিভঙ্গিও যেন

পাল্টেছে, রমণীকে আর ডিস্ট্রাক্শন

হিসেবে দেখা হচ্ছেনা, তারা সবাই এখন

কাঁধে কাঁধ রেখে চলছে, চিত্রাঙ্গদার মত...


ঘুম ভেঙে গেল, উঠে চোখে জলের ঝাপ্টা

দিয়ে  দেখলাম স্বপ্ন আজ সত্যি হয়েছে,

আবৃত্তি করে উঠলাম জীবনানন্দ-র

বনলতা সেন, 'হাজার বছর ধরে আমি

পথ হাঁটিতেছি', ধূসর অন্ধকার পথের

শেষ বুঝি এইখানেই, ক্লান্ত পথিকরা 

নতুন উদ্যমে এবার হাঁটবে এক নতুন

পথে, একসাথে, সব কাজে, সর্ব স্থানে

নারী পুরুষের সম্মিলিত জয় গানে...


চোখের সামনে এই সত্যটাকে

দেখেও ডে ড্রীমিং মনে হচ্ছে কেন?

এত সাফল্যের মধ্যেও যেন বুঝতে

পারছি আরো চলতে হবে, এখানেই

থেমে থাকলে চলবে না, অনেক পথ

চলা বুঝি বাকি আছে, এক নতুন

সকালে যদি কখন ভাঙে ঘুম,

জাগবো আমরা সকলে...

womb of love



come, easy

drop all your arms;
words, wealth, weapons.

look, just look at
nature, it is busy
making love with one
another, beyond species,
yes, that's what it knows,
that’s why it exists,
that's what it does

else how'd that little insect
carry the genes of a tree,

nature, an open page,

yet a mystery.

come, easy

stretch your arms,
relax, break free
from the cage of your
knowledge, a memory game;

what would you do knowing
how the earth behaves, its
histories, biology, geographies,
without knowing how the womb
in which we live is engaged
only in making love…

how it is perpetually aroused
to celebrate, accommodate,
nurture, nourish life, no matter
what

without a word, plunging in the
action of love alone can dissolve
a myriad of miseries

the tonsured, injured, wounded
world can only love, it doesn’t
need to speak

dedicated to world health day

Stories

Stories...
garlands of
thorns, flowers,
identities
dear to us;
fresh, old
we can't throw
them away,
they stick to us
as long as we stay.


Tuesday, April 6, 2021

World health day






...world is in trouble,
the calamities; the virus,
the earthquakes, the floods,
the volcanoes, and deforestation;
the world is falling apart...
let all the
five elements heal first;
the earth, the water, the air,
the fire, and the sky;
on world health day,
I pray for the health of
the world, for then, I know
all my fellow
sentient beings
will heave a sigh of relief...




The elusive

Oftentimes,
I read.
Words woven
as stories, ideas,
beliefs.

Knowledge,
a cage.

My eyes look at the stars,
My feet feel the dewdrop;
with the organs within,
without, I live every
moment of life,
in its highs and lows. 

But I know
the elusive truth,
beyond all bondage
lies beyond books,
nature trails, and tales
of birth and death. 

The distance

 






One world.
Different worlds.
One situation.
Many versions.

Men, women, children,
holding leaves in their
minds through their eyes,
beholding selected words,
fruits, flowers, forming
chosen haven, unable to
distance, so the tree
comes to light.

The lack of vision,
a white elephant. 

Friday, April 2, 2021

Good Friday


Good, bad, ugly

The Friday is here

for good, a reminder 

of his love for the light;

his life, a work of art, 

a supreme sacrifice, 

he rose like a blooming

flower, with bloody scars

to unite with the source;

for us, respectful, irreverent,

after our toiling work, 

successes, failures, thank

God, it's another weekend of 

resurrection.