সুধীর বাবুর বেজায়
যে রাগ
গরমকালের চোটে, টাকাকড়ি
সব খুইয়ে বেকার
হলেন
বটে।
এসি কিনবে? খেমতা
কোথায় কি যে বলেন
মশাই
পাউডার যদি মিলতো
ছোট
বর্তে যেতাম ভাই।
হঠাৎ সেদিন সকালবেলা
কুরিয়ার এল ঘরে, একমাত্র
মেয়েটি যে তার
চিন্তা করেই
মরে।
কিন্তু বাস্ক খানা
খুলে সুধীর
বড্ড গেলেন খেপে, গাছেতে জল
দেবার জন্য এল বিশাল
পিপে।
বলেন তিনি চড়া
গলায়, চাইনা
এসব জিনিস, 'ওকে, ওটা ফেরৎ
যাবে' বলেই কথা ফিনিশ।
আর কতকাল বাঁচতে হবে
ভাবেন ব'সে সুধীর, মরতে যাবার
জন্য সে তো
এক্কেবারে অধীর।
তিরিশ বছর চাকরি করেও
পকেট গড়ের মাঠ, একটি মাত্র
কন্যা যে তার দেখতে
শুনতে স্মার্ট,
স্বভাব খানা নরম
বড্ড বুদ্ধি
আছে মাথায়, এটা ভেবেই বাঁচছে
বাবা ছোট্ট একটি বাসায়।
রান্নাবান্না করে
সুধীর
খেলনাবাটি দিয়ে, একা একা বছর
ঘোরে মন্দ মন্দ পায়ে। হে ভগবান
সব হারিয়ে তোমার কাছে আসা,
পূর্ণ আমায় করলে
দিয়ে তোমার
ভালবাসা।
আমায় তুমি এমন
ভাবেই তোমার পাশে
রেখো,
করুণারই দৃষ্টি দিয়ে
মেয়েকে
আমার দেখো।
Sunday, April 25, 2021
তোমার ভালবাসা
Labels:
Bengali poems
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment