Wednesday, April 21, 2021

অনন্ত করুণার সুরে

যত শত সহস্র মন
করে চরাচর পৃথিবীর
বুকে, তারা যেন দেব
দেবী হয়ে বিচরণ করে
আমার অন্তরের আকাশে,
শিহরণ করি অনুভব
সমস্ত শরীরে। 

প্রণমি সবারে আমি আজি
এই অনুপম অমূল্য জ্ঞানে,
সশক্ত আমি তাই যেন
প্রতি পলে , প্রতি ক্ষণে
আলোকিত চারিধার, পুলকিত
আধার থেকে আঁধার যায় সরে
অনন্ত করুণার সুরে।  

No comments:

Post a Comment