Thursday, April 22, 2021

শংখধ্বনি








তুমি চলে গেলে, তোমার লেখা,
বেদনা, ভালবাসার ভান্ডার,
তোমার 'হাতে হাত রেখে,
বেঁধে বেঁধে' থাকার আকুতি,
তোমার লেখনীতে ধরা পড়া
পাঁজরে দাঁড়ের শব্দধ্বনি
বিফলে যাবে না দেখো
হে চিত্তপ্রিয়, হে চূড়ামণি ।


জানি তোমারি রচিত
সুন্দর পৃথিবীর বুকে,
তোমার অপূর্ব বাণী,
তোমার বইয়ের ঘর,
যেখানে ধরা আছে
সময়ের জলছবি, বিছিয়ে
আছে তোমার জীবনের
সামান্য অসামান্য পাতা
শুকিয়ে যাবে না দেখো,
হে কাব্য শিরোমণি।


তোমার অসংখ্য ভক্তবৃন্দ,
ছাত্র ছাত্রী, পাঠক, পাঠিকা,
বাঁচিয়ে রাখবে তোমায়, তোমার
শব্দ আর সত্যের হাতছানি
ডাকবে তাদের, কবির মর্ম
বিমুগ্ধ করবে তাদের প্রতি পলে,
তাদেরই মুখে মুখে বাজবে 

যুগযুগ ধরে পবিত্র শংখধ্বনি। 


4 comments:

  1. প্রয়াত কবির প্রতি সুন্দর স্মৃতিচারণ।

    ReplyDelete
    Replies
    1. অপূর্ব, তোমার মূল্যবান সময়ের থেকে কিছুটা বার করে কবিতাটি পড়েছ, এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার ভাল লেগেছে জেনে আরও ভালো লাগলো।
      তোমার নিজের লেখার মান উত্তরোত্তর ভালো হচ্ছে। বাংলা জাতির প্রতি তোমার ভালবাসা সত্যিই প্রশংসনীয়।
      শুভেচ্ছান্তে
      সুপ্রতীক

      Delete