Saturday, December 23, 2023

Experience beyond words

It's not the words,
It's the experience;
The sky, unlike the stars,
If taken away from those
Three letters, it is the
Limitless roof, day and night
Over our heads;

Likewise, if I'd take God
Away from the scriptures, 
I'd have a different 
Experience of godhead.

Thursday, December 21, 2023

আয়ু দিয়ে মনকে ছোঁয়া যায়না

ভাগ্গিশ! মনের কোন বয়স হয়না
দেহটা শুধু হয় যে বুড়ো বুড়ি
চামড়া গুলো কুঁচকে গেলেও বা কি
আয়ু দিয়ে মনকে ছোঁয়া যায়না। 

হাতে পায়ে জোর মোটেও নেই
কানে তেমন শুনিনা এখন ভাল
চোখের তেজও তেমনটি আর কই
নাক আর জিভের দাপট গেল গেল। 

মনটা তবু ফাঁকা মাঠে হাঁকে
মানে না কোন বিপদ বাধা ঝুঁকি
চিত্ত সতেজ মারে খালি উঁকি
ধূসর হওয়া অবয়বের ফাঁকে। 

পারি না দিতে পাহাড়েতে পাড়ি
সমুদ্দুরে ঢেউয়ের কোলে স্নান
মনের জোরে তাদের সাথেই ঘুরি
কিছুই তাকে করে না যে ম্লান।   

লাঠি তুমি যতই ধরো হাতে
দিনেরাতে মিছেই দেখো আয়না 
চাঁদ সুজ্জির আলোর সাথে সাথে 
মন কখনো বুড়ো বুড়ি হয়না।  

Wednesday, December 13, 2023

thoughts in passing


we may not have a future
we have a past
you run for the days ahead
we break on the lines read

oh candlelight
I saved you from
the wind, and you
are burning my
fingers

rivers
perpetually thirsty
to meet the seas
waters die, come back
with renewed energy

fire in the wood
butter in the milk
water in the clouds
butterfly in a caterpillar
adult in a child
we cannot see
they're borne out of death
invisible ecstasy
unspeakable agony

Tuesday, December 12, 2023

I believe I can live

As long as I can breathe
I’d want to live

I believe I can live
A thought that gives
me reprieve

Doing the chores 
Studying more as I mature 
Painting life under a tree
Writing a requiem, a poem 
Amid camaraderie
Or in the middle of animosity

I’d perform live wherever life is,
Maybe at ease or with unease

This body with its weight
It may not be worth the wait
The organs may hum a tired song
Attuned, I’d still move along

Choosing to stay, not go
Away, trying to dance anon
Fall on the ground
The steps could falter
The rest of the way
Yet I’d laud myself
That withal I’m around

Before the moment arrives
When belatedly I have to leave
I’d rejoice in that I’m alive
And fulfilled my dream
That I chose to live.

Monday, December 11, 2023

আমার পৃথিবী

যতদিন বেঁচে থাকবো
বাঁচতে চাইবো

যতই আসুক জরা ব্যাধি
আসুক প্রাচুর্য, আসুক
সঙ্গী, আত্মীয় পরিজন
আসুক আমার ছোট্ট 
পৃথিবীতে ঝড়ঝাপটা 
একাকিত্ব, অভাব, অনটন

শ্বাস প্রশ্বাস পড়বে যতক্ষন
তোমার বুকে, আমার যুদ্ধ
চলবে দুঃখে, সুখে
মানে অপমানে প্রতিক্ষণ

জানি তুমি জর্জরিত
প্রেমের পিপাসু তুমি
আমারই মত

আমি তাই তোমার হাত ধরে
তোমারই মতন করে
বাঁচতে চাইব

দিকে দিকে প্রেমময়
করে রেখেছ তোমার
গ্রহ তারায়
আলো বাতাস মাটি
শস্য, ফল, ফুলের পরিপাটি
স্নিগ্ধ জলের ধারায়

যারা জ্ঞানের অহংকারে
সভ্যতার অন্ধকারে তোমাকে
নিহত করার প্রচেষ্টায় উদ্যত,  
সেই উদ্ধত মানুষের বিরুদ্ধে,
সেই অচেতন নিষ্ঠুর গোলাবারুদ
ক্রেতা-বিক্রেতাদের হাটে
নিষ্পাপ জনগনের বিভ্রাটে
বনে, পর্বতে ঘাটে মাঠে
বেঁচে থাকতে চাইবো চিরন্তন

হে মাটি, হে জল, আলো, বায়ু
জানি যতদিন আছে তোমার
আয়ু, তোমার হৃদয়ে আছে
যতদিন প্রাণ বাঁচিয়ে রাখবে
তুমি সকলেরই জান

ক্ষতবিক্ষত করছে যারা
সবার একমাত্র স্থান তোমার
করুণাধারায় হোক পুনরায়
তাদের পবিত্র স্নান, ধ্বংস ছেড়ে
গড়ুক এক সুন্দর ভুবন
বেঁচে থাকুক তোমার কোলে
শতসহস্র বছর ধরে
সমস্ত জীবন 

Wednesday, December 6, 2023

the flute and the piano

the wind was the flute
the rain was the piano
both sincere to their roots
yet light as a rainbow

your flute had a song in it
my piano had mine
for days they'd tune
in with the mountains,
with the brooks,
with
the dunes

flowers would fall in
love with the bees
the sky with the earth
birds would chirp  
a magic in their wings
celebrate flying moments
their deaths and their births

the sun would swing
in the sky, the moon
would without words
spread a lullaby
touch the ground
with its silent lazy light

busy words buzzed,
the charm was lost
in the contest
the content was gone
there was no fun
instruments, forlorn
transformed into guns

what could have been
a poem turned into
a mayhem, nature was
unheard, wars won the
noise; none, nothing else
had their voice

the flute and the piano
no matter what, will
survive their dawn
words may die
they may be born  

Monday, December 4, 2023

Law of energy

Like the law of gravity
there's this law of energy,
the former is visible
the latter we cannot see
both are infallible;

the gift of forgiveness
energizes, liberates the giver
the receiver at times, unaware;

to use high-energy words
from dawn to dusk
is the most sincere task
to change our world;

gratitude, acceptance
to top the list
complain, intolerance
low-energy words
make no sense 
to say the least.

Wednesday, November 29, 2023

What's in a game

Tug of war

What a beautiful game
with a horrid name
tug of war

we see here
winners fall first
flat on the ground
losing their balance
heaven bless them
everyone upon each other
borders, sides disappear

A tug of peace if it were to
be renamed
it would alas miss
the buzz of entertainment

Combat sports

players hitting each other
bleeding to death
the audience applauding
a nail-biting finish
the crowd’s out of breath

flashback
the slave fighting the beast
high-strung spectators
watching Spartacus
entertain us, kill or die

to say the least  

Thursday, November 23, 2023

In the interest of things

I want to live in a world where
every country safeguards
the interest of their neighbours,
helps them flourish and nourish
a fresh style of life to cherish.

I want to live in a world where
those deadly arms and weapons
unfortunately marketed,
manufactured, are preserved
in the museums with a tag
'do not touch' for the children
of the future generations.

I want to live in a world where
money is not wasted on security,
where leaders move as freely
as the commoners, where nitwits
sponsored are liberated to enjoy lives
with their friends, and families.

I want to live in a world where
soldiers fight against the force majeure
where the blue-eyed fighters 
in the interest of things, protect
the flora and the fauna with skill,
not slay and kill human beings.

I want to live in a world where
opulence speaks, poverty leaves
where wars, warfare, battles don't live,
where freedom heaves a sigh of relief.

Oh science, invent technologies
to make this happen for that
would be the truest development
under the tired firmament,  

Oh defenders of arts, cultures, painters, thinkers
poets, dancers, musicians, singers, writers, and authors,
imprint peace in the minds of the
sad, despondent, dwellers
for that would be the texts to prevent
the men, women, children
of our only beautiful blue planet,

Oh religious and political leaders
theists, atheists of the village
change your scripts and scriptures
for that would be the real privilege,
a calling to respond as the saviour,
for that’s who you truly are
to rejuvenate the patient, a moving star.

In the interest of things,
for the sake of all sentient beings
I want to live in a world
where peace isn’t just a word.

Das Kapital


In politics, every party, 

the capitalist, the socialist, 

in private, or in public 

has copied their modus

operandi and et al 

from the Das Kapital.

A mystery. The world harks.


Full marks to Marx. 


কল্পনাই বাস্তব

 আমি দেখতে পাই না

সমুদ্রের গর্জন তবু অনুভব 

করি আমার ক্লান্ত পায়ে

আছড়ে পড়া সতেজ ঢেউ 


আমি দেখতে পাই না 

কঠোর পর্বতে উঠছি 

কিন্তু অক্লেশে করি জয়

মনের অজেয় হিমালয় 


আমি দেখি, শুধু দেখি

যুদ্ধ আমার চারপাশের

জগতে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ, 

কিন্তু চোখ বুঝলেই 

কল্পনার পৃথিবীতে 

অনুভব করি শান্তির 

আলিঙ্গন, উষ্ণ বন্ধুত্ব 

Wednesday, November 22, 2023

In between

I cannot see the 

roaring sea

but I can feel 

the fresh waves 

kissing my feet

in ecstasy


I cannot climb 

the stiffest mountain

but I mount it in 

my fantasy


I can see war 

only war in the 

world around me

but I imagine the 

moving planet 

with warmth 

affection 

camaraderie 

Friday, November 17, 2023

জীবনের ঋণ

প্রতিদিন সকালে উঠে

নিজের মৃত্যু উঠুক ফুটে

আমার সজল চোখে।

আমার এই দেহ মিলিয়ে

যাচ্ছে পরম শান্তির আলয়ে

এই চিন্তা আমার হৃদয়ে মুখে

আনবে চরম সত্যের স্বস্তি,

পাবো জীবনের তৃপ্তি।


কিছু করতে পারার গর্ব

বা কোনকিছু থাকার অহংকার

অথবা না করতে পারার,

কিংবা না থাকার গ্লানি

মুছে যাবে, হবে একাকার

জ্বলে যাবে যত হয়রানি

ছাই হবে নিখিলের ভবে 

একই সাথে, একই ভাবে।


কোনো কটুকথা, অসৎ নির্দয় 

কাজের আগে 

আমার মৃত্যুর সচেতনতা

আমার মনে যেন সর্বাগ্রে

উঠে জাগে।


জীবনের বিভিন্ন বন্ধন 

যত আনন্দ, উষ্ণ আলিঙ্গন

হোক উপভোগ্য মৃত্যুর জয়গানে

আমার আবাসে বাগানে।

যত কুকর্ম, শত্রুরা যত সব

পালাক দেখে আমার অসাড় শব।


মৃত্যু সত্য, সত্য মৃত্যু

মৃত্যু মিত্র, মৃত্যু বন্ধু

এই মন্ত্র যেন না ভুলি কোনদিন

জীবনের কাছে এ যে জীবনেরই ঋণ।


Thursday, November 9, 2023

আলোর অন্ধকারে


সমুদ্রের ঢেউ

বৃথা কথা, আস্ফালন

সৌন্দর্যের গাথা নিয়ে 

সাগরের বিরুদ্ধে

অরণ্যে রোদন।


অফুরন্ত জলরাশির

স্নেহ, অপর্যাপ্ত আদর 

অগ্রাহ্য করে চলে

একঘেয়ে নানা কৌশলে 

নোনা উদ্ধত জ্বলজ্বলে চিৎকার 

সহস্র ফেনার বিষ 

আছড়ে পড়ে পারে এসে 

জল হয়ে যায় 

অগণিত বার, তবু তারা 

মানে না হার,

জন্ম মৃত্যু যে জলের বুকে

তাকেই ধ্বংস করার ব্যর্থ

প্রয়াস ম্লান হয় বারংবার।


যুদ্ধ চলে প্রতি পলে 

গ্রহতারা সাক্ষী থাকে 

দিনরাত দিনে রাতে 

বিকেলে সন্ধ্যায়

দুপুরে গোধূলি ঊষায়

আলোতে অন্ধকারে।

Monday, November 6, 2023

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ

 চাইছি আমরা শান্তি তবু করছি খালি যুদ্ধ 

মনে মুখে কালি মেখে চাইছি হতে শুদ্ধ 

পাগল হয়ে ঘুরছি খালি এখান থেকে ওখান 

ক্লান্তি, ক্ষিদেয় মরেই শুধু হচ্ছি যে খান খান।  


অস্ত্রশস্ত্র কথার মতোই করছে বড় শব্দ 

মিথ্যা বুলির মিথ্যা গুলি যাচ্ছে করে জব্দ 

স্বস্তি পাবার যো নেই এই কেনাবেচার হাটে

জীবনগুলি দুঃখে একাই যাচ্ছে মারা মাঠে। 


বিজ্ঞান আজ করছে দেখ কত কিছুই জয়  

রকমারি উপকার আর কত না বিস্ময়

দূরীভূত হচ্ছে কত অসংখ্য সংশয়  

তবুও আছে মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়।  


বিশ্বটা আজ মারামারি ভুলবোঝার-ই শিকার 

মরছি আমরা ভয়ের  চোটেই করছি হাহাকার 

যুদ্ধ করে শান্তি যদি আসতো সত্যি সত্যি 

ভ্রান্ত শান্তি খোঁজার তবে হতো যে নিষ্পত্তি।

Tuesday, October 24, 2023

Ignorant knowledge

We're all travellers looking for a permanent space in the world, our caravan.

If this had a perduring imprint in our minds

right from our childhood days in schools, we'd have peace in this moving place.

Why schools! 

Well, since they are the ones that churn the indignant fools.

The only confrontation the world faces today is education.

Then we'd remain unlettered? Is that what you're trying to say! Perhaps yes, perhaps no, I don't know, but from learnings, we've sadly delivered more cons than pros.

The caravan is overburdened with ignorant knowledge, damaging scriptures than with anything else.

Wednesday, October 18, 2023

Emon Ekdin







এমন একদিন

এমন একদিন আসবেই আসবে
যেদিন সব সৈনিক
ধ্বংসের অস্ত্র বিসর্জন দিয়ে
সৃষ্টির অস্ত্র হাতে তুলে নেবে।
এমন একদিন আসবেই আসবে।

তারা শুধু একটি ক্ষুদ্র দেশের
নয়, সমস্ত পৃথিবীর রক্ষা করবে
তাদের সুঠাম দেহের ও
তীক্ষ্ণ কৌশল শিক্ষার বলে।


ভূমিকম্প, বন্যা, ঝড়, মহামারী,
শিশুপাচার, ধর্ষণ, দাবানল
আরও সব ভয়াবহ দুর্যোগের
বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা।


তারা তাদেরই প্রতিচ্ছবিকে প্রহার
করে আর নরখাদক হবে না,
একথা তারা তাদের নিজেদের
দেশের নেতাদের জানিয়ে দেবে,
দেবেই দেবে।

হতবাক সবাই। এ কি করে সম্ভব
হবে! যুদ্ধ হবেনা? এত অস্ত্রসস্ত্র,
মাঠে মারা যাবে?  

কেন? ওই সব ভয়ংকর অস্ত্রশস্ত্র
থাকবে বন্দি যাদুঘরে থরে থরে
ডু নট টাচ লেখা কাঁচের খাঁচায় 
আগামী প্রজন্ম এসে দেখবে আর
জানবে আমরা কী ভুল করেছি!
নিজেরাই নিজেদের ধ্বংস করেছি। 

ওই দেখ,

অনেক অনেক বছর পর
কি বলছে ঐ শিশুটি তার মাকে!

মা, কি করে এটা সম্ভব হত!
শিক্ষিত মানুষেরা এ সব তৈরী
করে কেনাবেচা করত, নিজেরা
নিজেদের মারবে বলে? কি ভাবে
কোন কায়দায় খুন করবে বলে?!”
হ্যাঁ বাবা, ঐ ঘরে চল আরো
আশ্চর্য হবে,”!
 
মা নিয়ে যাচ্ছে দেখ তার শিশুকে
পাশের ঘরে, সন্তান দেখে হতবাক!
খেলনা বন্ধুকে , আর নানারকম খেলনা
মারণাস্ত্রে  ভর্তি সেই ঘর!  সে জানলো
যে এক সময় নাকি এই খেলনার
সংখ্যা আসল অস্ত্রের থেকে শতগুন
বেশি ছিল!

এ সব মনগড়া কথা গল্পের গরু
তোমার!
 না না না এক সময় তোমরা
বাসেট্র্যামে সিগারেট খেতে না?
খেতাম! তাতে কি?
তখন ভেবেছিলে একটা দিন
আসবে যখন আর পাবলিক
প্লেস-এ ধূমপান করতে পারবে
না?

হা! হা! হা! কিসের সাথে কিসের
তুলনা করছো হে মূর্খ কবি?
আমরা যুগযুগ ধরে যুদ্ধ শিখে,
শিখিয়ে এসেছি, আমাদের প্রতিটি  
ধর্মেই ত কমবেশি যুদ্ধের অনুমতি
আছে, তবে?

হ্যাঁ ! হ্যাঁ ! হ্যাঁ ! কিন্তু সে যুদ্ধ
এই যুদ্ধ নয় তাই যদি হয় তো
দেখ কোনো না কোনো একদিন
মানুষ ধর্মগ্রন্থের প্রকৃত অর্থ বুঝে
সম্পূর্ণ ভাবে অস্ত্র বিসর্জন দেবে। 
দেবেই দেবে। এমন একদিন হবে। 
হবেই হবে।

হা হা হা, ওই 'We shall overcome?'
কখনও 'We have overcome?' হবেনা!
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবেই হবে, এমন একদিন
আসলো বলে, আসবেই আসবে! 

Monday, October 16, 2023

World of words (WOW)







Five ferocious
Flibbertigibbets

VictimizEd,
InadequatEd,
ComplexEd,
EnfeeblEd,
DisequilibriumEd,

Ruling the Earth,
Running the World.

while the six sparkling stars,

sun, universe,
moon, mountains,
oceans, Nature

unable to signal them,
say, oh heavens,  

the notoriously unguided intelligent,
shamelessly armed nincompoops,
childishly educated,

Rexes cause us Rhexis,
camouflage behind
Their Ps and Qs
paint spurious hues
play with them
warring with words
ruining the world,
wrecking the planet blue.

Sunday, October 15, 2023

Love

 








Years of civilization
education, newer technologies
development, success stories
abound, creative ways of
copulation,
water under the bridge

humankind
swimming in the desert
of lovelessness

wonder how could we
not have learned to
love; how it’d never been
our cup of tea though
the erudite world
talks, writes,
sings about it for free

perennial kindness
flows like water, air,
light; pristine sunshine,
twinkling stars
moonlit nights

colors of unlikeness,
in dresses, appearances,
in that of senses… gaps
highlighted for ages
abandoned us to pieces
craving for power and might
greying, not growing
in black and white.

Friday, October 13, 2023

Soldiers of the world

https://www.idea.int/sites/default/files/news/
Natural%20Hazards%20and%
20Elections_%20Pic.png







Soldiers of the world
With your philanthropic action

Spread the good word
Unite! Unite! Unite!
Do not fight and cannibalize;
It is your flesh and blood.

Soldiers of the world
Lead like the seraphic shepherd
With your gifted skills
Fight! Fight! Fight!
Those earthquakes, floods,
Fight those wildfires, volcanoes,
For you are the real heroes.

Soldiers of the world
Plead with the leaders
Tell them what was till
date unheard, that you'll
not use weapons anymore
to bloodbath my corpse
talk to them, convince them
conquer their egos
verbal duels, violent
Incendies, innuendo. 

Soldiers of the world,
Not of one country alone!
No more! No! No!
Not to traumatize, shatter me
Anymore, change your archaic
Roles, caregivers of the world
You are, from now on, the
True caretakers.
Tell them you'll challenge your
Antiquated tasks, your
Superannuated goals.

Soldiers of the world
Violating me, aren't you tired?
For ages, you fought with
Yourselves bled and died
Became the forgotten blue-eyed
They buried and burnt your
unfinished lives.
Now live! Live! Live!
Safeguard the sole village,
Save those helpless, hapless,
exiled, homeless souls.

Soldiers of the world
Listen to my voice
From now and here
Nowhere would you belong

To the automated herd...

I am the lone earth, your solitary
Place of birth, your forgiving mom
Now, your vulnerable child,
I beseech you not to be wild
With folded hands, I ask you, the
Soldiers of the world, to hold me
Dear, to hold me tight.
Unconsciously, you despoiled
my wealth, your soil is screeching
here and now for happiness and health. 

I am your Europe, I am your Americas,
I am Asia, New Zealand, your Australia,
I am Antarctica; I am your Africa
I own Israel; I own Palestine
I own Russia; Ukraine is mine.
Unite! Unite! Unite! For the
Sake of those silvery moonlit
Nights, for the sake of those
Promising golden sunshine.

Wednesday, October 11, 2023

Reflection







Hey dear soldiers
shrug off your shoulders
those devils and demons
noisome guns, wreckful
warring weapons

live, not die for your countries
safeguard the world’s territories
rage war against pollution,
global warming, child trafficking,
injustice, inequality, corruption
calamities

for listless ruinous centuries
you laid your lives wrecking
your fraternal enemies
your own reflections
without the slightest gumption

challenge, convince your skippers
arrogant, adamant nincompoops
their gibberish rhubarbs,
meaningless loose-loose,

they’d rather change
their ghastly goals
tailor those thoughtless tools
drop their egos

so you could
with vim and vigor
lunge at the village’s
vices, force majeure
the global foes 

Monday, September 25, 2023

a tyro







the poems stem
from my thoughts
the deepest of roots
as trees, plants throw
up flowers, fruits

in my search for words I
try my best to bloom,
cannot afford to look
at the number of bards,
other visitors, perched
on the branch,
counting is difficult,
even distracting,
a zero,
a curious circle
simple enough 
to restart, research

stubborn, born of a stub
ill-afford to slow down
speed up for nadir or crown
 
the beginner in me begins
forever, all periods a novice,
it eschews to be seasoned

no matter what, the troubadour  
perpetually parched for
the lines to survive

বকলম







চুপ থেকো না কবি
বল, কিছু লেখ,
তোমার কোলে রাখা
নির্বাক কলম অনাদরে
অকেজো হয়ে ঘুমিয়ে আছে।

তাকে জাগিয়ে তোল, সে
যে তোমার সবচেয়ে কাছে।
বাইরের কালিমা তাকে
নীরব করে দিলে? সে
জগতের অনাচারে জর্জরিত,
বাকরুদ্ধ হয়ে গেছে?

তোমায় বোবা করে দিল
দুষ্টের কোলাহল, তাদের অনর্গল
হলাহল ? কোথায় তোমার
মনোরম কলমের কলকল?
মানুষের হাহাকার, তাদের
অসহায় চিৎকার ঝঙ্কার
পাক তোমার অমৃত শব্দে।

দেখ, তারা তোমারই দরবারে
দাঁড়িয়ে নিঃশব্দে।ওদের ডাকে
সাড়া দাও কবি, ওদের করুন ব্যথা
প্রকাশিত হোক তোমার কঠোর লেখনীতে,
চুপ থেকো না কবি, নিষ্ঠুর
মানুষের নিষ্পাপ ধরনীতে, তোমার
কোমল, নির্মলঅস্ত্র অগণিত মানুষের
নির্মম দুনিয়ার একমাত্র সহায়।

সকলের সুখদুঃখ হাসি কান্না
উড়ুক ডানা মেলে
ধাপে ধাপে পা ফেলে
তোমার কলমের জোরে
তোমারই ভাষার ভরসায়।