Showing posts with label covid19. Show all posts
Showing posts with label covid19. Show all posts

Friday, April 23, 2021

বাঁচবে সর্বজন

উঠেছে করোনার দ্বিতীয়
ঢেউ, রূপকথার রাক্ষস
যেন, চুপিসারে বেরিয়ে এসে
করছে হাউ, মাউ, খাউ।

উদভ্রান্ত মানুষ, সমগ্র বিশ্ব
জুড়ে করছে হাহাকার, কেউ
মরছে ভাইরাসের কোপে, কেউ
মরছে ভয়ে, কেউ ভয়ে মরছে,
এই বুঝি ক্ষুদ্র নরখাদকের দল
ক'রে দেহে অনধিকার প্রবেশ
করে বুঝি সবাইকে শেষ।

অগনিত মূল্যবান জীবন
হারাচ্ছে প্রাণ, বিজ্ঞানী,
ডাক্তার, সেবক, সেবিকার
অক্লান্ত পরিশ্রম, নির্ভীক
রাজপুত্রে-কন্যাদের মত,
দেখাচ্ছে আশার আলো,
এই শিখার জ্যোতি বিফলে
যাবে না কখনো, পরাজিত
করবে তারা রূপকথার রাক্ষসদের।
নির্মূল হবে বাক্সে বন্ধ করোনার
প্রাণভ্রমর, স্তব্ধ হবে করণের আক্রমণ,
সেবার হবে জয়, বাঁচবে সর্বজন।

#covid19