Friday, May 26, 2023

pick up


who has learned

what through words,

we need a pileup

in order to pick up 


to those theories 

and inferences, we 

don't pay a heed

we don't read

until we bleed


books on disaster

management

volumes without matter

no force majeure

neutralised under

the fragile firmament 

no security can prevent

a bank holdup 


who has learned

what through words,

we need a pileup

in order to pick up

Wednesday, May 24, 2023

শেষ প্রান্তে


সবাই বলে বাঁচার নাম

জীবন

আমি বাঁচতে চাই 

সাহিত্যে, গানে, গুনগুন

করছে।

মানুষ তাই গ্রহণ করছে,

এর মধ্যে আমি আর বাঁচতে চাই না-র কোনো

স্হান নেই, তা সে সত্য

হলেও।

আমি মৃত্যু কামনা করি,

আমার এ হেন মানষিকতার

জন্য কেউ দায়ী নয়। 

আমার জীবনের সমস্ত

চাহিদা ফুরিয়েছে, আমি

প্রতি মুহূর্তে অফুরন্ত আনন্দে টইটুম্বুর হয়ে আছি, তাই তো কখনও আত্মঘাতী হব না, যতদিন

আছি থাকবো, কিন্তু আমি

আর বাঁচতে চাই না, আমার কবিতা, আমার গল্পের পাতা এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করুক, পৃথিবীর বুকে

আর শান্তি আসবে না, আর কখনও আমরা যুদ্ধের কারাগার থেকে নিজেদের মুক্ত করতে পারবো না, কখনও পারবো না।

অপদার্থ


একদিকে প্রযুক্তির উন্নতি হচ্ছে চরচর করে লাফিয়ে

লাফিয়ে, ভারসান এগুচ্ছে

দুর্নিবার গতিতে।


অন্যদিকে মনের কোনো উন্নতি নেই,

সে যে তিমিরে ছিল, সে তিমিরেই আছে। 

জঙ্গলের খাওয়া খাওয়ি, মারামারি, খুনাখুনি চলছে একই রকম করে।


গরিব আরও গরিব হচ্ছে ধনী আরোও বেশি ধনী।

অষাঢ় জড়পদার্থ এআই

উঠছে সিঁড়ি বেয়ে আসেপাসে।


উন্নতির আষাঢ়ে গল্পে

মুগ্ধ মানুষের মন মুখ 

থুবড়ে পড়ে আছে বিনা বিকাশের আকাশে।

অপাঙক্তেয়


পৃথিবী জুড়ে আনন্দ,

তার প্রতিটি কানায় প্রাচুর্য,

ধরিত্রীর বুকে শুধু ক্ষমা

আর অপরিসীম ভালবাসা,

তাকে ঘিরে সব গ্রহনক্ষত্র 

স্নেহের আলোকবর্ষনে তাকে

রেখেছে চিরসবুজ, চিরনবীন। সুমধুর সুরে তালে ছন্দে তার রমনীয় নৃত্যে গানে ঘুরে ঘুরে সে জীবনকে মাতৃরূপে করে চলেছে লালনপালন।


এর মধ্যে অভাব, দারিদ্র্য,

প্রতারনা, ভ্রষ্টাচার, ক্ষমতার

যুদ্ধ এসব বেতালা, বেসুরো আবিষ্কার কে

করলো, কিভাবে হলো এদের আবির্ভাব, অচেতনে

কে করলো এদের আলিঙ্গন।