ভালবাসার
ভাষায় ভাসে
সমস্ত চোদ্দো লোক,
সাতটি উর্ধ্বে, সাতটি অধে
একই আলোর জোরে
চলে মহাকালের স্রোতে;
এ এক অন্য অনুভূতি
এক ভিন্ন অভিব্যক্তি,
সুবিশাল সমুদ্র সে
যে,
...
অ, আ, ক, খ দিয়ে সেজে
যখন তাকে ধরতে যাই
হাবুডুবুই খাই, বুঝি
অধরার কুল কিনারা
নাই।
No comments:
Post a Comment