চাইল্ড ট্র্যাফিকিং রুখতে
ডায়েল করুন
দশ, নয়, আট
অসহায়
শিশুদের বাঁচাতে
এগিয়ে আসুন, বাড়িয়ে
দিন
আপনার
সাহায্যের হাত।
পুলিশের সুযোগ্য আনুকূল্যে
এরা
শক্তিশালী সমস্ত ভারতে,
অক্লান্ত
পরিশ্রমের মূল্যে
এনারা
পারছেন ফিরিয়ে দিতে
শিশুদের
মা-বাবার হাতে।
আমরা শেষ করতে পারি এ বর্বর
ব্যাভিচার, যদি সমস্ত
দেশ হন তৎপর,
শিশুদের
আশঙ্কা পড়লেই নজর
তাই ডায়েল করুন ১০৯৮, এই নম্বর।
No comments:
Post a Comment