Thursday, November 19, 2020

পরিবার


যখন কাউকে যায়না ভালবাসা

তখনই তাকে ভালবাসতে হয়, 

এ যে স্বয়ং ভগবানের ভাষা

যেন এ বাণী এমনি এমনি নয়। 


মা, বাবারা শীর্ণকায় যখন

সেবার বেশী প্রয়োজন তো হয়, 

দূরে ঠেলে দিলে তাদের তখন

পাপের বোঝা বাড়ে যে নিশ্চয়। 


ছেলে মেয়েরা যখন শোনেনা কথা

বিপথগামী যখন তারা হয়, 

তখনই তাদের গোপন দুঃখ ব্যথা

বুকে টেনে শুনবার সময়। 


যদি একটু থেমে গিয়ে ভাব

তোমরা সবাই এ কথারই সার, 

নতুন যুগের আবির্ভাবে পাব

শান্তিপূর্ণ বিশ্ব পরিবার। 

No comments:

Post a Comment