যা কিছু সুন্দর, তারই মাঝে
আমি আছি জেনো,
পাখির সকাল, সাঁঝের গান
ফুলে ফলে ভরা বাগান
অসীম সম্পদে তৃপ্ত ঘন জঙ্গল
মহাসাগরের গভীর ঢলঢলে জল
এরই মধ্যে আমি আছি অনন্ত কাল ধরে,
তোমার অপেক্ষায়, কবে তুমি সকল
গ্লানি, দ্বেষ, অতীতের নির্বোধ
ক্রোধ ভুলে আসবে আমার
মাতৃসম কোলে, কবে তোমার
অচেতনতার হবে অন্ত, আমি তারই
আশায় দিন গুনছি দিবারাত্র।
আমি পিতা হয়ে সূর্যের মত
দিচ্ছি তোমায় জ্ঞানের প্রকাশ
অহরহ, অনর্গল, অনবরত
জ্যোৎস্নার আলোয় ভরিয়ে আকাশ
মাতৃস্নেহে, তোমার যেখানে আঘাত
আছে যত ক্ষত, প্রলেপ লাগাচ্ছি আমি
তাতে প্রতিনিয়ত, কবে তুমি আসবে
আবার আমার কাছে আমার মতন করে ,
কবে তুমি আমার শিশির বিন্দু,
সাদা কালো মেঘ, উথাল পাঠাল ঢেউ
দিঘীর জলে পানকৌড়ির ডুব
ভোরের বেলায়, সোনালী গোধূলিতে
আমার শত সহস্র রূপ, নিষ্পাপ
শিশুর মত দেখবে দুচোখ ভোরে।
No comments:
Post a Comment