Monday, November 2, 2020

শব্দগুলি

শব্দগুলি শবের মত পড়ে
ছিল, জীর্ণ পাতার 'পরে,
নিতান্ত অনাদরে;
সযতনে, অনুভবের ভরে,
উচ্চারণের গুণে, 
প্রাণপ্রতিষ্ঠা হল তাদের
যখন, একটু একটু করে,
গুনগুনিয়ে উঠলো তারা
গদ্যে, পদ্যে, গানে
নীল আকাশে মেলে ডানা
উড়লো অসীম পানে। 

2 comments: