প্রতিনিয়ত যদি অতীতের
চিন্তা করি, কে কি করেছে
বা করেনি, বলেছে বা
বলেনি,
কি হয়েছে, বা হয়নি, এই
আবর্জনায়
যদি পচে মরি,
অনুক্ষণ, যদি এই
কারাগারে
প্রতিমুহূর্ত
হয় বৃথা অতিবাহিত
তাহলে হে
বর্তমান, হে ভগবান
হে ঈশ্বর, হে অনুপম, ওহে পরম
পবিত্র
স্পন্দন, তোমার
আরাধনা
করবো কখন?
জীবনের উষ্ণ আলিঙ্গন কবে
করবো অনুভব, হে সুদর্শন
তোমার আলোর
নৃত্যে কবেই
বা হবে
উপলব্ধি আমার
একান্ত
অন্তর্দর্শন।
No comments:
Post a Comment