কত কথা কতকাল ধরে,
গোপনে লুকনো আছে
রাতের আঁধারে,
তারাগুলো নেমে এসে
জোনাকির বেশে, লুকলো
নিশার ফাঁকে এধারে ওধারে,
কি কথা আছে যে ঢাকা
জানে না কিছুই তারা
নাজেহাল হল সবে
কালোর গভীরে।
টিপ টিপ করে ওরা
খুঁজে খুঁজে হলো সারা
ঘন রাত ধীরে ধীরে
ভোর হয়ে আসে,
হঠাৎ দেখিতে পেলো
কথাগুলি ডালে ডালে
দুলে দুলে থোকা থোকা
ফুল হয়ে ফুটে আছে
চারিদিক ভ'রে।
তারাগুলি হাসিমুখে দিল
পাড়ি আকাশেতে
কথাগুলি চুপিসারে
চাঁপা, জবা হয়ে ফুটে
রইলো বাগানে।
মৌমাছি গুলি সব
গুনগুন করে এসে
অজানা কথায় সুর
ঢেলে দিল ভালোবেসে
কথাগুলি ব্যথা ভুলে
সুরে তালে মিলে মিশে
নতুন জীবন পেলো
সুমধুর গানে।
No comments:
Post a Comment