Thursday, November 12, 2020

বিশ্বের বিস্ময়


বিশ্ব এক বিস্ময়কর ভূমি
অদৃশ্য ঘড়ির ছন্দে চলে
ওঠা পড়া, ভাঙা গড়ার খেলা
দিবারাত্রি ঢিমেতালে দোলে
শত সহস্র প্রাণীর নাড়ির টান।

বনজঙ্গল পুকুর দীঘি নদী
সমুদ্র, পাহাড়, কত পর্বতমালা
অগন্তি সম্পদ নিরবধি
প্রসাদের মত করে অনুদান
গেয়ে চলে জীবনের গান।

ফুলবনে ফুলফল ফোটে
ভোরে ওঠা পাখিদের ডাকে
না জানি কি নেশা মিশে থাকে
পায় মাখা শিশিরের সাথে
আনন্দে ভরে যায় প্রাণ।

রাতে কত থোকা থোকা তারা
জ্বলজ্বল করে আকাশেতে
মায়াভরা জ্যোৎস্নায় মেতে
প্রেমে হয় মন মাতোয়ারা
আলোর আলিঙ্গনে স্নান।

যেখানেতে এতো ভালোবাসা
আমি সেথা কোনো এক কোণে
মাতৃস্নেহে বেড়ে উঠি ভেবে
পৃথিবীর বুকে মোর বাসা?
কি করেছি পেতে এই স্থান!

আমার যত রাগ দ্বেষ আছে
নিষ্ঠূর যুদ্ধ হানাহানি
সভ্যতার দম্ভ হয়রানি
বিশ্বের করুণা ঝর্ণাতে
করে যাই অনর্গল পান।

যখনি চেতনায় পড়ে ভাটা
সব ফেলে দিই আমি হাটা
চোখ কান খুলে দেখি শুনি
বিশ্বের পবিত্র সুরধ্বনি,
সব গ্লানি হয়ে যায় ম্লান।

No comments:

Post a Comment