ওই যে মানুষগুলো,
রাস্তার চারিধারে আছে,
তাদের ফুটপাথের
চিরন্তনের উচ্ছেদের
আচ্ছাদনের ভিতর...
তারা মর্নিং ওয়াক রত
পথযাত্রীদের থেকে সুপ্রভাত
শুনলে অবাক হয়ে তাকিয়ে
দেখে, কোথাও থেকে ভাতের গন্ধ
আসছে কিনা।
আমি বসে এক কোনে ভাবি
মনে মনে, এই দারিদ্র কি
কখন মিটবে না?
এতো লোক হাটাহাটি করছে,
হাতাহাতি, মারামারি করে মরছে,
পৃথিবীতে এতো ধন, এতো
প্রাচুর্য, এতো আড়ম্বর
এর মধ্যে যারা বনবাসের মত
দারিদ্রে বসবাস করছে নিরন্তর,
কবে দিনমনির মত উঠবে
তাদের মাথার ওপর ছাদ,
মুখে পেটভরা হাঁসি,
পাতে গরম ভাত,
কবে আসবে জাগরণের
সেই মনোরম সুপ্রভাত।
No comments:
Post a Comment