কিসের এত মিথ্যা অহংকার?
হলাম না হয় লয়িয়ার, ইন্জিনিয়ার,
নয়ত কোনো ধন্বন্তরি ডাক্তার,
জগৎজোড়া বিখ্যাত এ্যাক্টার
কর্মকর্তা, ব্যবসায়ী বা নেতা,
সাদা কালো বিষয় হেথা হোথা!
জীবনটা ত একিই রকম লয়ে
জন্ম, মরণ, দুঃখ শত শত
কাঁধের ওপর বিশাল বোঝা বয়ে
ছুটছে সদা এদিক ওদিক যত
পাগলপারা দিগ্ভ্রান্তের মত।
যে ডিগ্রি, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে
এত গর্ব, দেমাক কলরব
মাটির তলায় সবই মিশে গিয়ে
মিলিয়ে দেবে নামের অবয়ব,
যবে তোমার শরীর হবে শব।
তাই আছে যত তোমার আস্ফালন
কর তাদের সমূলে সংহার,
ফুলের মত ফুটিয়ে উঠতে মন
সদানন্দে বাঁচতে অঙ্গীকার
প্রানপনে তাই মার অহংকার।
No comments:
Post a Comment