যতদিন পর্যন্ত ভালো মন্দ
বিচার করছে তোমার
চোখ আর কান, দেখবে
ঐ মন্দগুলি আসলে
তোমারই সৃষ্টি।
তোমার দেখাশোনা শেষ
হয়নি জেনো, আরও দেখ,
আরও শোন। ভালোর
আলোর মন্দিরে মন্দের
দ্বন্দ্ব মিলিয়ে যাবে।
জগতের বিচার ছেড়ে
নিজের বিচার কর,
নিজেকে তাই আরও
দেখো, আরও শোন।
No comments:
Post a Comment