আজ আমি সারাদিন
নিজের, বা অপরের
প্রশংসা
করবো,
নিজের
পরিস্হিতির
সৌন্দর্য
দেখবো, শুনবো
উপলব্ধি
করবো
মনপ্রাণ
ভরে।
যা কিছু
মনোরম,
সহজ, সরল, চিরসত্য
তাই
আলিঙ্গন করবে
আমার
অন্তর,
ফুলে, ফলে, পাখির
গানে
ভোরে উঠবে
আমার
ঝলমলে
সোনালী বাগান,
সূর্যচন্দ্রতারায়
জ্বলজ্বল
করবে আমার
পৃথিবী,
অনুক্ষণ, দিবারাত্রি।
তোমায় কথা দিলাম,
আজ আমি
তোমার
পুজারী
নয়, পুজো করবো
না আজ
তোমায়
কোনো মন্দিরে,
মসজিদে, গির্জায়, যেই কারাগারে
তোমরা
রয়েছো কারারুদ্ধ হয়ে
যুগযুগ
ধরে, আজ আমি হব আমার
কাছে পরম
পূজ্য, আজ আমিই
হব তুমি, তোমার
শ্রেষ্ঠ প্রসাদ।
"তিনিই সব হয়েছেন" শ্রীরামকৃষ্ণ
ReplyDelete"হে অর্জুন, আমিই সব" বিশ্বরুপ দর্শন - শ্রীকৃষ্ণ
"অহম ব্রহ্ম" ব্রাহ্ম বাদ
হ্যাঁ, একদম ঠিক।
Deleteখুব ভালো
ReplyDeleteঅশেষ ধন্যবাদ।
Deleteআমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে।
ReplyDeleteএকদম স্পট অন।
Delete