Friday, September 11, 2020

ভালোবাসার আলো


কেন এখনও আমার মন
আনন্দে থাকে সর্বক্ষণ?
অবাক লোকজন  জিজ্ঞেস
করছেন
এ হেনো পুলকের  আছে 
কি সঠিক কেনো কারণ?
বলছেন, এ এক ভীষণ 
উন্মাদনার লক্ষন। 

সত্যিই  বোধহয় তাই! 
আর তো কিছুই আমার নেই
সবই তো হারিয়েছে
সবাই তো চলে গিয়েছে
তবু কিসের ফুর্তি অহরহ
দিবারাত্রি

অবুঝ মন নিজেকেই
প্রশ্ন করে, সময়ের পাঁকে
সময়কে ছাড়া আর কিছু
হারিয়েছে কি? যারা গেছে
তারা হয় আকাশের তারা
হয়ে জ্বলছে চিরতরে,
বাকিরা তো ধরা আছে
স্মৃতিমালার ফ্রেমে,  
সহজ সরল প্রেমে।

তাল, ছন্দ, বদলে গেলেও,
হারানো সব গল্পগুলো
আবার যেন ফিরে এলো
চতুর্দিক করে আলো।  
আলোয় যেন পাগল হয়ে
আহ্লাদী প্রাণ সব ভুলিয়ে  
উচ্ছাসে আর উল্লাসেতে
মেললো ডানা আকাশেতে।

পালক হৃদয় হেসে, ভেসে
আলোর তালে নেচে গেয়ে
চাওয়া, পাওয়ার বাইরে গিয়ে
যাচ্ছে শুধুই ভালোবেসে। 

 


2 comments:

  1. সব হারাবার জয়মালা পড়েছ, তাই এত অনাবিল আনন্দ!!! তথাগত সেন

    ReplyDelete
    Replies
    1. অশেষ ধন্যবাদ তথাগত দা।

      Delete