Thursday, September 17, 2020

নিজের কথা


নিজের কথা বল বন্ধু
নিজের ভাষার জোরে
হোক না তা সে ভুলে ভরা
একটু আধটু ভাসা ভাসা
তবুও একটু চেষ্টা করে
লিখেই দেখ আস্থা রেখে
নিজের ওপর ভরসা করে।

ভাড়া করা ভাষা দিয়ে
নিজের কথা লিখতে গিয়ে
মনের পাখি খাঁচার মধ্যে
ছটফটিয়ে মরতে বসে।

ফরওয়ার্ডের ওয়ার্ল্ডেতে সব
'উধার' করা ভাষার বলে
ভেড়ার মত দলে দলে
একই কথা বলে চলে। 

নিজের কথা লিখতে কভু
ভয় পেওনা বন্ধু আমার
বন্ধ দরজা খুলেই দেখ
ভরসা করে দুএকটিবার
আসবে ঠিকই ভাষার জোয়ার।

খাঁচার পাখি মুক্ত হাওয়ায়
ডানা মেলে উড়বে আবার। 

©সুপ্রতীক সেন

No comments:

Post a Comment