I cannot lie
Because I am wyte
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
আমি যে এক ভোলার চেলা
সারা বেলা তার সাথে তাই
কাজে কর্মে করি খেলা।
জীবন পথে চলতে গিয়ে
হাজারটা ভুল করে শেষে
মুখ থুবড়ে পড়ি যখন
ভোলা আমায় কোলে নিয়ে
আমার কানের কাছে এসে
মিষ্টি করে হেসে হেসে
কালের গল্প শোনায় তখন।
আমায় বলে, পৃথিবীটা
যেমন ঠিক এক দুঃখালয়
তেমনই এই রঙ্গমঞ্চ
বিশাল একটি শিক্ষালয়।
ভুল কর ভুল বুঝতে পারছো
পরীক্ষা এ এক জেনে নিও
ধাপে ধাপে এগিয়ে আসছো
হয়ে উঠছো আমার প্রিয়।
আমার হাজার সন্তানেরা
ভুলের ঘোরে ভুলে থেকে
ঘুরে বেড়ায় সর্বক্ষণ
সারা জীবন কেটে গেলেও
হয়না তারা সচেতন।
নাচতে নাচতে ভোলার তালে
শোধন হচ্ছে ভুলের ঋণ,
আসতে ধীরে আত্মা আমার
তারই মধ্যে হচ্ছে লীন,
ভোলার ভালবাসায় মজে
মগ্ন চেলা সারাদিন।
I was blinded by
a set of prosaic faiths,
so, I was holding a
candle to see the sun.
With a weapon, I
was trying to shoot
a rainbow, I roared
at the beach, to
silence the shore.
I was overpowered by
a set of naïve beliefs,
so, I was holding a pen
to scratch the world.
অজ্ঞতা
আমি কিছু বিশ্বাস
আঁকড়ে ধরেছিলাম
অন্ধের মত, তাই একটা
মোমবাতি ধরে সূর্য
দেখতে গিয়েছিলাম।
একটা অস্ত্র ছুঁড়েছিলাম
রামধনুকে তাক করে,
চিৎকার করে চুপ
করাতে গিয়েছিলাম
বালুচরের হুঙ্কার।
অদ্ভুত কিছু ধারণা গ্রাস
করেছিল আমার বিচার,
তাই কলমের খোঁচায় পৃথিবীর
মাটিকে করতে
গিয়েছিলাম
কাটাকাটি, ছারখার।
L’ignorance
J'étais aveuglé par un
un ensemble de dogmes
prosaïques, alors, je tenais
un cierge afin de voir le soleil.
Avec une arme,
j’essayais de tirer
un arc en ciel, j'ai hurlé
de rage pour arrêter
le rivage.
J'étais accablé par un
assemblage de
commandements naïfs,
alors, je tenais un stylo
en guise de gratter le monde.
From my world, harsh words
have cleared, superfluous germs
clouding my brain; they were once
dear to me. Now gone, they’ve left
me tad alone, withal, I wander light,
in insane ecstasy.
Nurturing, nursing of such
fustian, false feelings
suffocated me, like weeds,
a momentary satisfaction that
drowned me in the quagmire
of addiction.
I shun myself from the troubled
world. In self-quarantine, I worked
on the internecine thoughts that
weakened me the most,
depleted my soul.
Slowly and surely, I understood why
in places of worship, unkindness has
no place, why on those hallowed pages
we have the choicest of sentences; why t
he idols and angels are adorned with
treasured ornaments.
I promise myself, to behold
my body as the best place where
I will create a solemn universe,
I will pray there every moment
of the day. With energizing
awareness, pure feelings will bond
with innocent letters to form
graceful words, as offerings;
like nectars, they will heal me,
the caring atmosphere, and
the listeners.
ভুল করতে ভয় পেওনা
ভুল করে তাই তাকে ডাকো,
মনে প্রাণে তাকেই দেখো,
ভুলভুলাইয়া গলির থেকে
ভোলা তোমায় উতরে দেবে।
কেন এখনও আমার মন
আনন্দে থাকে সর্বক্ষণ?
অবাক লোকজন জিজ্ঞেস
করছেন, এ হেনো পুলকের আছে
কি সঠিক কেনো
কারণ?
বলছেন, এ এক ভীষণ
উন্মাদনার লক্ষন।
সত্যিই বোধহয় তাই!
আর তো কিছুই আমার নেই,
সবই তো হারিয়েছে
সবাই তো চলে গিয়েছে,
তবু কিসের ফুর্তি অহরহ,
দিবারাত্রি?
অবুঝ মন
নিজেকেই
প্রশ্ন করে, সময়ের পাঁকে
সময়কে ছাড়া আর কিছু
হারিয়েছে কি? যারা গেছে
তারা হয় আকাশের তারা
হয়ে জ্বলছে চিরতরে,
বাকিরা তো ধরা আছে
স্মৃতিমালার ফ্রেমে,
সহজ সরল প্রেমে।
তাল, ছন্দ, বদলে গেলেও,
হারানো সব গল্পগুলো
আবার যেন ফিরে এলো
চতুর্দিক করে আলো।
আলোয় যেন
পাগল হয়ে
আহ্লাদী প্রাণ সব ভুলিয়ে
উচ্ছাসে আর উল্লাসেতে
মেললো ডানা আকাশেতে।
পালক হৃদয় হেসে, ভেসে
আলোর তালে নেচে গেয়ে
চাওয়া, পাওয়ার বাইরে গিয়ে
যাচ্ছে শুধুই ভালোবেসে।
La meilleure offre
Aujourd'hui, j'apprécierai
moi-même et les beaux
âmes qui viendront sur mon orbite,
j'écouterai les battements positifs
de ma situation, regarderai mes
conditions bienheureuses, je vais
réaliser, avec tout mon être,
combien l’on est comblé !
Mon cœur enlacera
tout ce qui est merveilleux,
simple, beau, la vérité éternelle ;
mon jardin d'or sera doué
des fruits, des fleurs,
sera-t-il plein des oiseaux
qui chanteront des chansons
qui vont raconter des
moments heureux ;
ma terre sera cultivée
de la lune et du soleil,
parée des étoiles,
le jour et la nuit.
Je vous promets
qu'aujourd'hui je ne vais pas
tout simplement vous adorer
en me baladant dans ces
lieux de culte où vous avez tous
été emprisonnés ; aujourd'hui je
vais être comme vous ; et cela
serai ma meilleure offre.
Today, I will appreciate
myself, and all the
beautiful
souls who come in my orbit,
I will listen to the positive beats
of my situation, look at my blissful
circumstance, I will realize
with all my being how lucky
I really am!
My heart will embrace
all that is pleasant,
simple, beautiful,
everlasting truth;
my golden garden
will be gifted with
fruits, flowers, with
dancing birds,
my world will be
enlightened with
the moon and the sun,
and with the twinkling
stars, day and night.
I promise
you
that today, I'm not going
to merely worship you
by hanging out in those
places of worship where all
of you are imprisoned; today,
I will be as adorable as you;
today, I will be you, and this
will be my best offering.
আজ আমি সারাদিন
নিজের, বা অপরের
প্রশংসা
করবো,
নিজের
পরিস্হিতির
সৌন্দর্য
দেখবো, শুনবো
উপলব্ধি
করবো
মনপ্রাণ
ভরে।
যা কিছু
মনোরম,
সহজ, সরল, চিরসত্য
তাই
আলিঙ্গন করবে
আমার
অন্তর,
ফুলে, ফলে, পাখির
গানে
ভোরে উঠবে
আমার
ঝলমলে
সোনালী বাগান,
সূর্যচন্দ্রতারায়
জ্বলজ্বল
করবে আমার
পৃথিবী,
অনুক্ষণ, দিবারাত্রি।
তোমায় কথা দিলাম,
আজ আমি
তোমার
পুজারী
নয়, পুজো করবো
না আজ
তোমায়
কোনো মন্দিরে,
মসজিদে, গির্জায়, যেই কারাগারে
তোমরা
রয়েছো কারারুদ্ধ হয়ে
যুগযুগ
ধরে, আজ আমি হব আমার
কাছে পরম
পূজ্য, আজ আমিই
হব তুমি, তোমার
শ্রেষ্ঠ প্রসাদ।
I'd write on things
that'd make me think,
when they'd touch
my being so much,
that I'd start to sing.
With each story that
makes its mark
on the page, I’d
feel liberated, out
of the cage.
Of course, I’d write
to beat my boredom,
my blues, but with
each requiem, I’d like
to found my kingdom.
Yes, I’d also want
to be read and heard,
but I’d dread to be
an imprisoned bird;
Like a poor peacock
trapped for its beauty,
isolated from his flock;
kept in careful
custody
in a tailor-made garden;
with measured a, b, c,
in claustrophobic air
of a heavy heaven
he'd dance to the
tunes of
his rich and proud owner
before a captive audience
to show his performance,
with copyright credence.
I’d want to fly, high and low
in an open sky, with a rainbow,
I’d want to be in a free forest
where I’d enjoy the rain,
smell the petrichor fresh,
and build my unsteady nest.
I’d write my stories with
my feathers and my
wings,
anytime, in any
season,
be it in autumn or in spring,
whenever I long, wherever I'd wish.
Like a lark, like a cuckoo,
like a magpie, a
kingfisher,
like a tailorbird,
a shoveler,
like an eagle gliding in the blue
I'd merrily chirp
aloud,
under the sun, with the cloud.
The weather could be dry or wet
I could be alone, or with a mate.