Wednesday, August 17, 2016

মেশিনের কাছাকাছি


মানুষ মেশিন না মেশিন মানুষ?
মানুষ এখন মেশিনের সাথে মিশে ম ম করছে
ছড়িয়ে গিয়েছে আকাশে বাতাসে

সবেতেই যুদ্ধের আহ্বান, শিল্পকলা
বিজ্ঞান, পৃথিবীর যাবতীয় ষোলোকলা
পূর্ণ আজ মেশিনের কবলে

তবুও আকাশ বাতাস দূষিত
মানুষের সন্দিগ্ধ মন ত্রস্ত অপবিত্র
ইমোশন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে

মানুষের অস্তিত্ব এখন মেশিনের মধ্যে বদ্ধ
তার অঙ্গ প্রত্তঙ্গ মেশিনের চাকায় চলছে
ঘরঘর শব্দে ঝালাপালা কান নেশাগ্রস্থ

কিন্তু আজও পৃথিবী চলছে হৃদয়ের দোলায়
তার মাটির গন্ধ মিশে যায় আকাশের আলোয়
নিত্য শান্ত নৃত্য-গান আজও অজেয় মেশিনের কাছে !

No comments:

Post a Comment