Thursday, August 25, 2016

যে দিকে দু চোখ চায়


রাতের পর রাত
ঘুম নেই
তাই দিনে ঘুমোই
একটা চিন্তা গ্রাস করছে
ধরতে পারছি না বুঝতে পারছি না
এই চিন্তা শুধু অভিষেকের নয়
অনেক অনেক নবীন প্রবীনের আজ
এও একটা সময়
যার ভিতর দিয়ে আমরা চলেছি
কোথায় কেউই বোধহয় আমরা জানিনা
কিন্তু চলেছি
কেউ অফিসে কেউ ব্যবসায়
কেউ কলেজে কেউ স্কুলে
কেউ গাড়িতে কেউ বাসে ঝুলে
কারুর চোখেই যেন ঘুম নেই
কারুরই চোখের পাতা পরে না

এই অপলক চোখের অসুস্থতা
অন্য অসুখের মতোই বয়স মানে না
জিঘাংসা আর কামনার মতো
নইলে তিন বছরের শিশুরও ধর্ষণ হয় আর
শিশুদের তৈরী করা হয় সুইসাইড বোম্বার
এই সব নিয়েই আমরা চলেছি
রাতের পর রাত জেগে জেগেই
নইলে দিনের বেলা কি করে ঘুমোই 

No comments:

Post a Comment