Saturday, August 13, 2016

অন্তরাল

প্রতিদিন সকালে বিকালে
জীবনের চলাচলে
তোমার থেকে দূরে সরে যাই

একেকদিন অন্তহীন মনে হয়
অন্যদিকে পিছল সময়
সোম থেকে রবি আনে
অজ্ঞানতার মাঝখানে

কথাবার্তার আওয়াজ শোনেনা হৃদয়ের গান
একঘেয়ে চলার সাথে তুলনা করে
পাখির ডাকের হৈ চৈ এ পাতা কান
আজ ব্যর্থ হাহাকারের ভিড়ে
আর্তনাদ হৈ হৈ এর মুখোশ পরে
দেহকে গ্রাস করে শব্দের জঞ্জালে
প্রাণ তবু দেহেই খেলে চলে

পুতুল সকালে বিকেলে তাই
তোমার থেকে দূরে সরে যাই 

No comments:

Post a Comment