Friday, April 16, 2021

I will remind myself












I will remind myself
in every moment of my life
that I will die, I will die, I will die

I want to kill all the germs in me
that cheat, hate, compete, and lie;
I want to destroy the monsters
that are jealous, capricious, and angry,
I want to awaken the part of my brain
that forgets my death; in every breath
I take, I will bethink I will die,
I will die, I will die

I forgive you, you, and you
I forgive, that, this, and that,
at the drop of a hat, I forget
all sins that made me cry,
but I’ll always recall I will die,
I will die, I will die

I want to live on the page,
I want to love at every stage,
I want to sing, dance, play,
all along my way, beyond
borders, boundaries, overlooking
centuries of agonizing histories;
I want to make love with you,
my lustrous light, but hey I want
to say, every night and day 
that I will also die,
I will never ever deny that
I will die, I will die, I will die

I will remind myself
in every moment of my life
that I will die, I will die, I will die

Thursday, April 15, 2021

as a matter of fact









as a matter of fact, things
are quite simple, easy

but we have this
whitewashed elephant
in front of us,

we see the pleasant being
in fragmented parts,
unable to make any meaning;
through the paints,
we can catch a glimpse
of its severed organs,
but they appear to be
senselessly expensive,
disoriented, unable to sing
a holistic song, the rhythm
difficult, 
painful, incomprehensible;
the disfigured animal,
a distorted cerebral image
becomes unnecessarily
scholastic,
 keeping us way too 
distracted, confused, busy

as a matter of fact, things
are quite simple, easy

...

the french version

en fait

en fait, les choses sont
si simples, si faciles

mais nous avons cet
éléphant blanchi en face,
nous voyons l'être agréable
en parties fragmentées,
incapable de faire un sens;
à travers les peintures,
de leur organes sectionnés,
peut-on apercevoir
mais ils semblent être
insensément chers,
désorientés, incapables de chanter
ensemble une chanson holistique,
le rythme difficile, douloureux,
incompréhensible; l'animal défiguré,
une image cérébrale déformée
devient inutilement scolastique,
nous devenons alors trop distraits,
confus, occupés

en fait, les choses sont
si simples,
si faciles

...

the bengali version

বস্তুতঃ

বস্তুতঃ সব কিছুই
কিন্তু বেশ সহজ, সরল

তবে আমাদের সামনে
রয়েছে এক চুনকাম করা
সুবিশাল হাতি
আমরা সেই মনোরম জীবটিকে
দেখতে পাই ক্ষুদ্র, খণ্ডিত অংশে,
যার কোন মানে আমরা
করে উঠতে পারিনা,
এক ঝলক চোখ বুলিয়ে নেই
তার দেহের বিভিন্ন অঙ্গে,
দুর্বোধ্য, ব্যয়বহুল বোঝা
হয়ে ধরা দেয়,
দিকভ্রান্ত তারা, বেসুর,
গাইতে অক্ষম একই অঙ্গের
গান, এক ছন্দে, একসঙ্গে
তাল হারিয়ে হয়ে ওঠে
কঠিন, দুর্বোধ্য; বর্ণহীন প্রাণী,
একটি বিকৃত মস্তিষ্কের চিত্র
শিক্ষা, সভ্যতার এক নিষ্প্রাণ
চিহ্ন, আমাদের করে রাখে
উদ্ভ্রান্ত, দিগ্ভ্রান্ত, আমরা তাই
বয়ে যাই এক অর্থহীন
অহেতুক ব্যস্ততার স্রোতে

বস্তুতঃ সব কিছুই
কিন্তু বেশ সহজ, সরল


Wednesday, April 7, 2021

নতুন চলার পথ

নতুন চলার পথ 

হঠাৎ এক নতুন পথের স্বপ্ন
দেখছিলাম, সপ্তপদীর রিনা ব্রাউন
বাইক চালিয়ে গাইছে, 'এই পথ যদি
না শেষ হয়', আর তার পিছনে
বসে লা লা লা করছে কৃষ্ণেন্দু,
শোলে সিনেমার বাসন্তী কে দেখলাম
বাইক চালাতে, পাশে বসে মাউথ অর্গান
বাজাচ্ছে রাধা, মহানন্দে গাইছে ওরা,
'য়ে দোস্তি, হাম নহি তোরেঙ্গে'
দেখলাম আরাধনা সিনেমার
ফ্লাইট কমান্ডার বন্দনা ত্রিপাঠি
নামছে প্লেন থেকে, আবার বাইক
চালিয়ে যাচ্ছে বান্ধবীর সাথে গান
গাইতে গাইতে, 'মেরে সপ্নো কে রাজা
কব আয়েগা তু' আর টয় ট্রেনে বসে
গল্পের বই পড়ছে সুরাজ প্রসাদ সাক্সেনা,
কালাপথ্যর সিনেমার সুধা সেনকে
দেখলাম মার্চেন্ট নেভি ক্যাপ্টেন,
আর বিজয় পাল সিংহকে ডাক্তার
হিসেবে ...

ঘরে বাইরে নিখিলেশ, বিমলা, সন্দীপ
এরাও কেমন যেন পাল্টে গিয়ে অন্য
পথে হাঁটছে, যেখানে বিমলা অক্লেশে
বেরিয়ে আসছে চার দেয়ালের গন্ডি
থেকে... 

চলচ্চিত্রে র জগৎ থেকে ঢুকলাম
সাহিত্যের জগতে, সেখানেও এক অন্য
চিত্র, সবাই সমানে সমানে চলেছে,
রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র,
বিদ্যাসাগর, রামমোহন, আশাপূর্ণা দেবী,
রামকৃষ্ণ, শ্রীমা, রানী রাসমণিকে
দেখলাম একই পথে একসাথে হাঁটতে,
স্বপ্ন দেখার এই মজা,
তারা ফেলে আসা বেদনাশ্রু ভরা
দিনগুলির কথা আর বলছেন না,
সতীদাহ, বিধবা বিবাহ যেন অপ্রাসঙ্গিক
হয়ে গেছে, তাদের অক্লান্ত পরিশ্রমের
পর স্বস্তির নিশ্বাস ফেলে হাঁটছেন...

অধ্যাত্ম জগতের দৃষ্টিভঙ্গিও যেন
পাল্টেছে, রমণীকে আর ডিস্ট্রাক্শন
হিসেবে দেখা হচ্ছেনা, তারা সবাই এখন
কাঁধে কাঁধ রেখে চলছে, চিত্রাঙ্গদার মত...
ঘুম ভেঙে গেল, উঠে চোখে জলের ঝাপ্টা
দিয়ে  দেখলাম স্বপ্ন আজ সত্যি হয়েছে,
আবৃত্তি করে উঠলাম জীবনানন্দ-র
বনলতা সেন, 'হাজার বছর ধরে আমি
পথ হাঁটিতেছি', ধূসর অন্ধকার পথের
শেষ বুঝি এইখানেই, ক্লান্ত পথিকরা
নতুন উদ্যমে এবার হাঁটবে এক নতুন
পথে, একসাথে, সব কাজে, সর্ব স্থানে
নারী পুরুষের সম্মিলিত জয় গানে...

চোখের সামনে এই সত্যটাকে
দেখেও ডে ড্রীমিং মনে হচ্ছে কেন?
এত সাফল্যের মধ্যেও যেন বুঝতে
পারছি আরো চলতে হবে, এখানেই
থেমে থাকলে চলবে না, অনেক পথ
চলা বুঝি বাকি আছে, এক নতুন
সকালে যদি কখন ভাঙে ঘুম,
জাগবো আমরা সকলে...

womb of love



come, easy

drop all your arms;
words, wealth, weapons.

look, just look at
nature, it is busy
making love with one
another, beyond species,
yes, that's what it knows,
that’s why it exists,
that's what it does

else how'd that little insect
carry the genes of a tree,

nature, an open page,

yet a mystery.

come, easy

stretch your arms,
relax, break free
from the cage of your
knowledge, a memory game;

what would you do knowing
how the earth behaves, its
histories, biology, geographies,
without knowing how the womb
in which we live is engaged
only in making love…

how it is perpetually aroused
to celebrate, accommodate,
nurture, nourish life, no matter
what

without a word, plunging in the
action of love alone can dissolve
a myriad of miseries

the tonsured, injured, wounded
world can only love, it doesn’t
need to speak

dedicated to world health day

Stories

Stories...
garlands of
thorns, flowers,
identities
dear to us;
fresh, old
we can't throw
them away,
they stick to us
as long as we stay.


Tuesday, April 6, 2021

World health day






...world is in trouble,
the calamities; the virus,
the earthquakes, the floods,
the volcanoes, and deforestation;
the world is falling apart...
let all the
five elements heal first;
the earth, the water, the air,
the fire, and the sky;
on world health day,
I pray for the health of
the world, for then, I know
all my fellow
sentient beings
will heave a sigh of relief...




The elusive

Oftentimes,
I read.
Words woven
as stories, ideas,
beliefs.

Knowledge,
a cage.

My eyes look at the stars,
My feet feel the dewdrop;
with the organs within,
without, I live every
moment of life,
in its highs and lows. 

But I know
the elusive truth,
beyond all bondage
lies beyond books,
nature trails, and tales
of birth and death. 

The distance

 






One world.
Different worlds.
One situation.
Many versions.

Men, women, children,
holding leaves in their
minds through their eyes,
beholding selected words,
fruits, flowers, forming
chosen haven, unable to
distance, so the tree
comes to light.

The lack of vision,
a white elephant. 

Friday, April 2, 2021

Good Friday


Good, bad, ugly

The Friday is here

for good, a reminder 

of his love for the light;

his life, a work of art, 

a supreme sacrifice, 

he rose like a blooming

flower, with bloody scars

to unite with the source;

for us, respectful, irreverent,

after our toiling work, 

successes, failures, thank

God, it's another weekend of 

resurrection. 

Wednesday, March 31, 2021

ধ্যাত্তেরিকা


ধ্যাত্তেরিকা! 

চলছে শুধু বিশ্ব জুড়ে 

বিষন্নতা, ঝগড়াঝাটি

দেখি শুধু এই বাজারে

মারামারি, কাটাকাটি। 

হাসি খুশির মেজাজটা তাই

দিনে রাতে হচ্ছে মাটি, 

শুকনো হয়ে জীবনটা ভাই

খাচ্ছে কেমন দাঁতকপাটি। 


চিরনিদ্রায় লোপাট গেছে

ভালবাসা আর বিশ্বাস, 

হিংসা, ঘৃণা, মিথ্যাচারে

ওষ্ঠাগত নাভির শ্বাস। 


তাই ত বলি জাগিয়ে তুলে

নিজের সত্য সত্তাটাকে, 

প্রেমের তালে ঠিক করি সব

ভুল গুলিকে ভুলে গিয়ে, 

ধ্বংস করে মিথ্যাগুলি

উঠুক না প্রাণ গুনগুনিয়ে। 


ধ্যাত্তেরিকা এবার বলে

জগত মাতাই আনন্দেতে, 

সকল আঁধার ঘুচিয়ে আসুক 

নতুন সকাল আলোর স্রোতে।