ধ্যাত্তেরিকা!
চলছে শুধু বিশ্ব জুড়ে
বিষন্নতা, ঝগড়াঝাটি
দেখি শুধু এই বাজারে
মারামারি, কাটাকাটি।
হাসি খুশির মেজাজটা তাই
দিনে রাতে হচ্ছে মাটি,
শুকনো হয়ে জীবনটা ভাই
খাচ্ছে কেমন দাঁতকপাটি।
চিরনিদ্রায় লোপাট গেছে
ভালবাসা আর বিশ্বাস,
হিংসা, ঘৃণা, মিথ্যাচারে
ওষ্ঠাগত নাভির শ্বাস।
তাই ত বলি জাগিয়ে তুলে
নিজের সত্য সত্তাটাকে,
প্রেমের তালে ঠিক করি সব
ভুল গুলিকে ভুলে গিয়ে,
ধ্বংস করে মিথ্যাগুলি
উঠুক না প্রাণ গুনগুনিয়ে।
ধ্যাত্তেরিকা এবার বলে
জগত মাতাই আনন্দেতে,
সকল আঁধার ঘুচিয়ে আসুক
নতুন সকাল আলোর স্রোতে।
Nice
ReplyDeleteThank you
DeleteKhub moja pelam
ReplyDeleteHa ha ha! Thank you.
Delete