Tuesday, August 30, 2016

O roles

We're all fixed in our roles
Well trained, for years
For generations, through nexus
We don't open the door for our servant
For our neighbours, we've learned to be indifferent
With our children, parents,
Bosses, colleagues, landlords, tenants and friends
It's the role that lives and plays
Inside it, we're inert with unhappiness.

Children who don't know of this
Live their lives, with innocence and bliss
They through the days, learn their roles
Become adults, like us, losing their soles.

If we played our roles on the stage detached
Our world in peace and prosperity would be unmatched.

Word and action



Trapped in history, word and action;
Commonwealth is confined in their inaction.
Speak the truth, however much we say
Our actions take a different ruthless way.

Be honest, rests in words and pages
Dishonesty works in action, in all stages
Stop the war, bring peace the world speaks
Everyone markets weapons, the killing everyone seeks
Pay your taxes is there in the books
Thanks to Law, dishonesty prevails by hook or by crook
For this in the hands of disbelief and deceit
Our inside weeps in shame and defeat.

This belief system is flowing in us through ages
Word and action are strangers in their own cages
Children who learn now about the sanctity of words
Silently emulate conceit through actions in their worlds.

From this word-action conflict the world needs liberty
If education could intervene and deliver their unity
With peace and freedom, will emerge relief from treachery  
The world would be in bliss through this meaningful inquiry.


Sunday, August 28, 2016

কাজের কথা


ইতিহাসে বাঁধা, কথা আর কাজ
চিরাচরাত দ্বন্দ্বে আছে  আবদ্ধ সমাজ
সত্যি কথা বলো, তাই যতই কথায় বলি
কাজের বেলায় শুনি আমরা  মুখে মিথ্যে বুলি।

সৎপথে চলো থাকে কথার কাগজে
কাজের বেলায় অসৎ পথই আসে যে সহযে
যুদ্ধ থামাও! শান্তি আনো, সারা বিশ্ব বলে
অস্ত্র শস্ত্র কেনাবেচা চুপিচুপি চলে
আয় ফাঁকি দিওনা, শুধু নিয়ম কথা বলে
কারচুপি করছে আইন, আড়ালে আবডালে
এর ফলে অবিশ্বাস আর হিংসাজালের ফাঁদে
আমাদেরই প্রাণপাখি দুঃখ্যে-কষ্টে  কাঁদে।

ভাল শিক্ষা পেয়েও আমরা যুগযুগ ধরে
নিঃশব্দে কথার খেলাপ করছি একই ভাবে
আজকের শিশুরাও তাই একই পড়া পড়ে
পড়বে তারা আটকা বূঝি একই জালের প্রভাবে।

কথা
-কাজের যুদ্ধ থেকে বিশ্ব মুক্তি চায়
শিক্ষা যদি এই দুজনের ভাব করিয়ে দেয়
শান্তি আসে মুক্তি আসে স্বস্তি ও সম্মান
কথা-কাজের মিলনপথের করলে সন্ধান।

অভ্যেস


সোম থেকে রবি
দিনযন্ত্র বয়ে যায়
আমি বসে লিখি গান, আঁকি ছবি
জীবন পাতায়
এ গানে আছে বেদনামধুর রেশ
ছবির তুলির টানে সাদাকালো রঙ্গীন অভ্যেস
তুলি চলে এঁকে, কলম যায় লিখে
পাতায় পাতায় ঝড়বৃষ্টির সুখে আর দুঃখে

সোম থেকে রবি আসা যাওয়া করে
প্রকৃতির পথের ছায়ায় রোদ্দুরে
সাত দিন সাথে অন্ধের মতো চলে
গতিবিধি এই শিকলের কবলে

আমি ছিঁড়ে যায় পুতুলচলার বাহুবল থেকে
পাতা চলে উড়ে সাতসমুদ্রকে পিছনে রেখে
সজাগ সাতরং, সাতসুরে মিশে
একাকার হয়ে ঘরে জীবনেরই উদ্দেশে
আমি গাই গান, আঁকি ছবি চিরচঞ্চল বারোমাস
ছেড়ে সাতদিনের হিসেবে-যন্ত্রণার শেখানো অভ্যাস 

Saturday, August 27, 2016

Passing by


It was not so cold,
The sun spread through the sky
Highlighting the soft cotton clouds;
They were enjoying their sojourn, I thought
A whiff in the air and they will be gone.
I was walking in the garden
An indolent vacation walk
Oftentimes I come to places
Yet to figure in websites
And this, where I am walking now
Is certainly not the one that’d attract tourists.
Albeit it has all the beauty, with this pristine brook
Passing by.

I saw a dancing line, from far, coming closer
I hid myself behind a huge tree
Whose barks and branches would defeat history
What could it be!
Slowly, after about a quarter of an hour
The line appeared as ladies carrying earthen pots
I have seen this many times on the screen
There were times when someone hid like me
Never so thrilled to plant, I saw them comfortable
Talking to themselves, bathing,
The pots as onlookers, waiting to be filled in a while
They placed those earthen things in a line
Audience!

I heard them blabber, I heard them snicker
I watched their demeanor in absolute awe
For once I forgot to point out a flaw.
And soon it was time for them to leave
Like those transient clouds hanging in disbelief,
I looked at the sunny smiling sky
I thanked my stars to witness this humor
For bringing me to this graceful nowhere.


I was stationed there to watch the sight
The tender line danced, in rhythm disappeared
In love with the moment my heart wandered
The sky was smiling, shining bright.

Friday, August 26, 2016

Here birds don’t sing


Why are you in pain? My Mahabharata
Writing through the days and nights?
Hundreds of sordid tales within are written
And here no birds sing.

I am writing the Epic
Riding on it
I am the dictator and the writer
All other bards, without words.

You are looking pale
But I see a crown in your head
You are the King
But birds here refuse to sing.

Is this the story you wanted to write
For the lady you met
You saw her seated in a hammock
With a white flower tied in her crown, her face red.

You made a garland for her
She looked like a child
Her feet were light, her hair was long
You saw the smile when her eyes cried.

You did not pay enough attention
To the starving hands when they were serving you
To the yearning lips when she was nursing with them
She was happy beside you, engaged with crazy things to do.

We betrayed this lady, all humankind failed her
Here birds don’t sing in this forsaken shelter
With stories of horror, hatred, treachery, terror
I am in pain
Condemned to re-write the epic, rhyme with it, year after year.

Thursday, August 25, 2016

The lost street



I have lost my old street
Where we’d play with our feet and our hands
Dust, mud all over looking and searching
For the hidden ball, big or small
That went off the boundary wall
Or the bar post, screeching and howling.

Leave our study books at eight in the evening
In black out bliss we’d come out, chat and sing
Back then, we had homes where
Someone would always be there
If not our parents, there’d be neighbors
We’d look upon as our uncles or aunts next door

The lane that was my own
In time, I see it there, yet gone.

Children still play in parks
Without unhealthy dust or mud
Balls, big or small are not indecent
To crash window glasses
There’s no power cut
From study, no escapade.

I came back after years to my street
Now rich, with visible wherewithal,
But the boy in me with the same eyes, lost it
To growth in time, different and oddball.

যে দিকে দু চোখ চায়


রাতের পর রাত
ঘুম নেই
তাই দিনে ঘুমোই
একটা চিন্তা গ্রাস করছে
ধরতে পারছি না বুঝতে পারছি না
এই চিন্তা শুধু অভিষেকের নয়
অনেক অনেক নবীন প্রবীনের আজ
এও একটা সময়
যার ভিতর দিয়ে আমরা চলেছি
কোথায় কেউই বোধহয় আমরা জানিনা
কিন্তু চলেছি
কেউ অফিসে কেউ ব্যবসায়
কেউ কলেজে কেউ স্কুলে
কেউ গাড়িতে কেউ বাসে ঝুলে
কারুর চোখেই যেন ঘুম নেই
কারুরই চোখের পাতা পরে না

এই অপলক চোখের অসুস্থতা
অন্য অসুখের মতোই বয়স মানে না
জিঘাংসা আর কামনার মতো
নইলে তিন বছরের শিশুরও ধর্ষণ হয় আর
শিশুদের তৈরী করা হয় সুইসাইড বোম্বার
এই সব নিয়েই আমরা চলেছি
রাতের পর রাত জেগে জেগেই
নইলে দিনের বেলা কি করে ঘুমোই 

Tuesday, August 23, 2016

পাগল


সে এক পাগল
তার কথা এলোমেলো
তার মাথায় গন্ডগোল
তার বয়স পঁয়ত্রিশ ছুঁইছুঁই
ঝোলা ব্যাগে ভরা খাতাবই
গাছের তলায় বসে বসে
গোনে শুধু কটা পাতা খসে
মাঝে মাঝে খাতা বই বার করে
গুনগুন করে লেখে আর পড়ে
মুখে তার একরাশ দাড়ি
নেই কোনো ঠিকানা, ঘরবাড়ি
শুনেছি তার ছিল বিশাল পরিবার
করতো তারা গরিবের উদ্ধার
পাগল তাই আজ কাছে দূরে
রাত্রিবেলায় ফুটপাতে ঘোরে
যদি দেখে ভিখারি শুয়ে আছে
খাবার কাপড় রেখে আসে তার পাশে
চলে যায় ভোরে তার গাছের নিচে
সকাল বেলা ওঠে ঘুমের থেকে
এলোমেলো কথার কিচিমিচে
দেখে তার পাগল সাথিগুলি
গাছের ডালে গাইছে খালি খালি 

The canvas


I needed another rape or a gun attack
To complete the canvas.
But the brushes are busy painting
Something else that sells.

No, but this is the hot topic of hypocrites
That pushes the limits of hallagulla.

Even with my poor communication skills
I tried to convince,
Like the salesman who visited me one afternoon
When I was beginning to smoke my hookah
I didn’t even see what eureka
Of a product he was carrying
He might have brought a dead victim
But I didn’t check with him
He’d been trained to defend his deed
Much like those attackers planting the seed
Of deaths, of charcoaled breaths.
Alas! I knew I wouldn’t have to wait too long
To complete my canvas.

A rectangular page divided in two parts
The sky embracing the hills,
The meadow displaying the arts.