মন্থর গতিতে হৃদয়ে এসো
তুমি, শুধু তুমি, ভালোবেসো
প্রার্থনা হোক প্রেমের যত নিবেদন
পরিপূর্ণ কর আমার এ জীবন।
দুর্নিবার বেগে এসো ঝড়ের মতন,
মাতনে ভরুক আত্মা, আমার অমূল্য
রতন, আমার দেহ স্পর্শ করুক তোমার
ঐ শ্রী চরণ
ওগো বন্ধু, আমার অমেয় প্রসাদ,
সে যে তোমার উষ্ণ আলিঙ্গন।
এসো হে পরম বন্ধু
এসো নাচে গানে,
তোমার আগমনে আজ
ফুলে ফলে ভরা আমার বাগানে,
এসো বসি মোরা নিভৃতে দুজনে
তুমি বল, আমি শুনি,
আমি বলি, তুমি শোন
হালকা সুরেলা হাওয়ায় যেন
গুনগুন যত অমৃত বাণী
ঘুচাক বাধা, মিটাক গ্লানি।
এসো সখা, এসো পরম বন্ধু
মোর, কাটুক আঁধার রাত্রি
আসুক আলোকিত ভোর,
সবই যে ছিল মিথ্যা অভিনয়
তোমার স্পর্শ-প্রসাদে তাই তো
পাব আজ আমার আসল পরিচয়।
No comments:
Post a Comment