যেই বাড়ি খোলামেলা,
অনায়াসে আলো হাওয়া
করে আসা যাওয়া,
ভক্তি ও প্রেমে দুইবেলা
পুজো হয় যেইখানে
ইষ্ট দেবতার,
ধুপ দীপ এ ভরে চারিধার,
ঘন্টা বাজে, শঙ্খধ্বনি
পড়ে যেই স্থানে,
লক্ষী ও গণেশ জেনো
থাকে সেইখানে।
ভক্তিভরে ঈশ্বরের যে বা সেবা করে,
অর্থকষ্ট কখনও থাকে না সেই ঘরে,
হোক না সে ভিন্ন কোনো ধর্মের সম্পূর্ণ,
কৃপায় থাকে সে ভক্তের বাড়ি, প্রাচুর্যে পরিপূর্ণ।
No comments:
Post a Comment