Friday, June 23, 2023

জুলাই জ্বলবে

বাঙলায় জুলাই শুধু 

শুরু থেকে জ্বলবে 

নিরূপায় মানুষ তাই 

সবটাই দেখবে।


রাজনীতি জ্বালানিতে

পঞ্চায়েতের তাপে

সব রীতি পুড়বে।


বাঙলার জুলাই ভাই

শুরু থেকে জ্বলবে।

No comments:

Post a Comment