সেদিন তুমি কোন সকালে
কোনও কিছুই না বলে
অন্ধকারে ভাসিয়ে আমায়
কেন চলে গেলে?
এসেছিলে এই তো সেদিন
চারিদিক আলো করে
মিলন ছিল নিশি ভোরে
ভুবন ভরা ছিল আশা
ভবনেতে ভালবাসা
জীবন কভু ছিল না মলিন!
তোমার স্মৃতিরা আজ
ঘিরে থাকে আমাকে
নেই ঘরে কোন সাজ,
একা একা নিজে নিজে
করি হাট বাজারের কাজ
চোখদুটো মোর বৃথা
ঘুরেফিরে তোমাকেই
খোঁজে!
কি দোষ করেছি কেন
বলে গেলে না,
কোন পাপে এ হেন
সাজা, অসীম বেদনা?
থাকতে একা হবেই যখন
ঠিক করে এ জীবন
ডোবাবো কাজেতে মন
এ হবে আমার পরীক্ষা
দিনরাত আশা নিয়ে
কাউকে না জানিয়ে
করবো তোমারই প্রতিক্ষা।
#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife
ভারী বেদনাবিধুর স্মৃতিচারণ। কেউ চলে যায় জীবন থেকে,কিন্তু স্মৃতি থেকে নয়। সেই বিপন্নতা থেকেই উৎসারিত হয় কবিতা।
ReplyDeleteআপনার মন্তব্যটি পড়ে আমি খুবই উদ্বুদ্ধ হলাম। ভালো থাকবেন সর্বদা।
Delete