Thursday, June 8, 2023

জীবনধারা


বিরহের-ই ফাঁকে ফাঁকে

আনন্দ নিশ্চিন্তে থাকে।


কান্না যখন ভীষণ বেগে

স্রোতের মতো আছড়ে পড়ে

তারই মাঝে উঁকি মেরে 

সজাগ হাসি থাকে জেগে।


সুখ দুঃখ কান্না হাসি

একই সাথে খেলা করে

মিলে মিশে এ সংসারে 

গল্প বলে রাশি-রাশি।

No comments:

Post a Comment