আজ যে একুশে জুন
বিশ্ব সঙ্গীত দিবস
তাই এত গুনগুন
কোমল সুরেলা পরশ,
আনন্দেরই গানে ভরে
গগন বাতাস
সুরে তালে মেতে গিয়ে
ভুলে যাই সব্বাই
শতশত আছে যত
হতাশা বিষাদ।
যখন আনন্দ ঝঙ্কারে
পূর্ণ মনের বাগান,
বাছবিচার মানে না
যখন হৃদয়ের গান,
জাতি, ধর্ম, বর্ণ ভেঙে
বেজে ওঠে তান,
তখনই তো বাতাসে ভাসে
আনন্দের রস,
তারই রেশে দিকে দিকে
বাজে জগতের বুকে
বিশ্ব সঙ্গীত দিবস।
যুদ্ধ, মৃত্যু, রেষারেষি
উৎকন্ঠায় প্রতিবেশী
ক্ষতিগ্রস্থ বিশ্ববাসী
সমস্ত যখন,
হঠাৎ এক নতুন ভোরে
ভালবাসায় ভর করে
গেয়ে ওঠে চারিপাশে
ধরার সবুজ ঘাসে
মৈত্রী, ঐক্য, শান্তি, প্রীতির
মনোরম, পরিচিত সুর,
ক্লান্ত ক্ষিতি হয়ে ওঠে
ভারি সুমধুর।
বিরস দিনে আসে ফিরে
খোলা আকাশের নীচে
মানুষের অন্তরের
অতি প্রিয় মরুদ্যানে
অমূল্য এক ক্ষণ নিরলস
সাত সুর প্রেমিকের
বিশ্ব সঙ্গীত দিবস।
#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife
No comments:
Post a Comment