Thursday, June 29, 2023

benumbed



the flora and 

the fauna

dying 

in a world 

where 

human beings 

are stillborn

The world falls apart

 


When rules are overruled,

when words are all betrayed,

when homes are not for good,

when schools are far from safe,


when children are not schooled

when adults are not groomed,

when wars kill and fake,

when peace is at stake,


when skills do not heal,

when growth doesn't help,

when actions cease to feel,

when thoughts are off the shelf,


when the brain fails the heart,

the world falls apart

Saturday, June 24, 2023

সাজা প্রসাদ


জীবন চলছে সুন্দর

বাবা, মা দীর্ঘায়ু

সন্তানাদি সব মেধাবী

ঐশ্বর্য, সাফল্য প্রচুর;

এ পরিবারের সদস্যরা

বেশির ভাগই হয় উদ্ধত,

নিষ্ঠুর, ঘটা করে পূজা করে 

বটে পরিপাটি করে,

তবু মন থাকে ঈশ্বরের 

থেকে দূর বহু দূর।


যে পরিবার দেখেছে অভাব, 

যুঝেছে অকালমৃত্যু 

বৈভব যেথায় অনুপস্থিত,

তারা পূজা করে ভক্তি ভরে,

থাকে কম বেশি  ঈশ্বরের ঘরে।


যে পরিবারে ঘোর প্রতারনা

ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, ঘৃণা, 

পরকীয়া প্রেমে ঘেরা সংসার, 

ঈশ্বর নিয়ে তারা প্রায়ই 

হাসাহাসি করে, সবেতেই 

তাদের ঘোর অবিশ্বাস,

ঈশ্বর সেখানে নেয় না

শ্বাস প্রশ্বাস ।


যার হঠাৎ কাটা গেছে হাত,

বাদ গেছে কোনও অঙ্গ 

কোনো দুর্যোগ বিপর্যয়ে,

হেলায় পাওয়া সেই অঙ্গ,

থাকতে যাকে করেনি কদর 

কখনও, আজ তারই জন্য 

করে অরন্যে রোদন,

হয়ে সতত ঈশ্বরে মগন।


যে পরিবারে সব থাকতে

রয় ঈশ্বরে মন, আস্থা

তারাই ঠিক পথে চলে

অতিক্রম করে বন্ধুর রাস্তা।


সাজা পেলে গ্রহণ করো

করজোড়ে, সে যে আসে

তোমারই কর্ম ফলে, 

প্রসাদের সাজে। 

ঈশ্বর আসে নিকটে,

তোমায় কাছে পেতে।

Friday, June 23, 2023

প্রতিক্ষা


সেদিন তুমি কোন সকালে

কোনও কিছুই না বলে

অন্ধকারে ভাসিয়ে আমায়

কেন চলে গেলে?


এসেছিলে এই তো সেদিন 

চারিদিক আলো করে

মিলন ছিল নিশি ভোরে 

ভুবন ভরা ছিল আশা

ভবনেতে ভালবাসা

জীবন কভু ছিল না মলিন!


তোমার স্মৃতিরা আজ

ঘিরে থাকে আমাকে

নেই ঘরে কোন সাজ,

একা একা নিজে নিজে 

করি হাট বাজারের কাজ

চোখদুটো মোর বৃথা 

ঘুরেফিরে তোমাকেই 

খোঁজে!

 

কি দোষ করেছি কেন

বলে গেলে না,

কোন পাপে এ হেন

সাজা, অসীম বেদনা?


থাকতে একা হবেই যখন

ঠিক করে এ জীবন

ডোবাবো কাজেতে মন

এ হবে আমার পরীক্ষা

দিনরাত আশা নিয়ে

কাউকে না জানিয়ে

করবো তোমারই প্রতিক্ষা।


#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife 

জুলাই জ্বলবে

বাঙলায় জুলাই শুধু 

শুরু থেকে জ্বলবে 

নিরূপায় মানুষ তাই 

সবটাই দেখবে।


রাজনীতি জ্বালানিতে

পঞ্চায়েতের তাপে

সব রীতি পুড়বে।


বাঙলার জুলাই ভাই

শুরু থেকে জ্বলবে।

Thursday, June 22, 2023

একইভাবে অনেকরকম


আমি হেঁটে চলেছি

স্বপ্নরাজ্যে

শত সহস্র স্বপ্ন গ্রাস

করেছে বহু ফেলে 

আসা জীবন।


আলো আঁধারে মেশা

অন্তরালে ঢাকা চোখের

ও বেদির পর্দা।


আমার নাটক আমিই লিখছি, আমিই দেখছি,

অভিনয় করছি, বিড়বিড়

করে প্রম্প্টও আমিই করছি।


রচনা, রচিত, রচয়িতা,

অর্থ, অনর্থ সবই ম' ম' করছে আমার গন্ধে।


আমার শব্দ আমারই আওয়াজে হতবাক।


আমার দেহ কখনও রক্তমাংসের, কখনও কাগজের ওপর আঁকিবুঁকি 

সহস্র স্পন্দন।


একের পর এক, এরা এত

মানুষ কারা? সব আমি!


কি দয়ালু সে, যে আমাদের

সর্বশেষ জীবনের 

সুখদুঃখ টুকুই মনে রাখায়, বাকি অসংখ্য মূহুর্তগুলি 

আড়াল করে দাঁড়ায়।


কিন্তু না, সে নির্দয় খেলা খেলে চলেছে তার এ্যমনেশিয়ার বরদানে।

 

তাই একই ভুল করে চলেছি

জন্ম জন্মান্তর ধরে?

সে যাই হোক, বিচারে লাভ নেই।


হেঁটে চলেছি কখনও মঞ্চে কখনও ময়দানে একইভাবে অনেকরকম করে।

#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife 

বিশ্ব সঙ্গীত দিবস


আজ যে একুশে জুন 
বিশ্ব সঙ্গীত দিবস
তাই এত গুনগুন
কোমল সুরেলা পরশ,
আনন্দেরই গানে ভরে
গগন বাতাস
সুরে তালে মেতে গিয়ে
ভুলে যাই সব্বাই
শতশত আছে যত 
হতাশা বিষাদ।

যখন আনন্দ ঝঙ্কারে 
পূর্ণ মনের বাগান,
বাছবিচার মানে না 
যখন হৃদয়ের গান,
জাতি, ধর্ম, বর্ণ ভেঙে 
বেজে ওঠে তান,
তখনই তো বাতাসে ভাসে 
আনন্দের রস,
তারই রেশে দিকে দিকে
বাজে জগতের বুকে 
বিশ্ব সঙ্গীত দিবস।

যুদ্ধ, মৃত্যু, রেষারেষি 
উৎকন্ঠায় প্রতিবেশী
ক্ষতিগ্রস্থ বিশ্ববাসী 
সমস্ত যখন,
হঠাৎ এক নতুন ভোরে
ভালবাসায় ভর করে
গেয়ে ওঠে চারিপাশে 
ধরার সবুজ ঘাসে
মৈত্রী, ঐক্য, শান্তি, প্রীতির
মনোরম, পরিচিত সুর,
ক্লান্ত ক্ষিতি হয়ে ওঠে 
ভারি সুমধুর।

বিরস দিনে আসে ফিরে 
খোলা আকাশের নীচে 
মানুষের অন্তরের 
অতি প্রিয় মরুদ্যানে
অমূল্য এক ক্ষণ নিরলস 
সাত সুর প্রেমিকের 
বিশ্ব সঙ্গীত দিবস।


#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife 

Sunday, June 11, 2023

পরিচয়



মন্থর গতিতে হৃদয়ে এসো

তুমি, শুধু তুমি, ভালোবেসো

প্রার্থনা হোক প্রেমের যত নিবেদন 

পরিপূর্ণ কর আমার এ জীবন।


দুর্নিবার বেগে এসো ঝড়ের মতন,

মাতনে ভরুক আত্মা, আমার অমূল্য 

রতন, আমার দেহ স্পর্শ করুক তোমার 

ঐ শ্রী চরণ

ওগো বন্ধু, আমার অমেয় প্রসাদ, 

সে যে তোমার উষ্ণ আলিঙ্গন।


এসো হে পরম বন্ধু 

এসো নাচে গানে, 

তোমার আগমনে আজ

ফুলে ফলে ভরা আমার বাগানে,

এসো বসি মোরা নিভৃতে দুজনে

তুমি বল, আমি শুনি,

আমি বলি, তুমি শোন 

হালকা সুরেলা হাওয়ায় যেন 

গুনগুন যত অমৃত বাণী

ঘুচাক বাধা, মিটাক গ্লানি।


এসো সখা, এসো পরম বন্ধু

মোর, কাটুক আঁধার রাত্রি

আসুক আলোকিত ভোর,

সবই যে ছিল মিথ্যা অভিনয়

তোমার স্পর্শ-প্রসাদে তাই তো 

পাব আজ আমার আসল পরিচয়।

Saturday, June 10, 2023

বাস্তু বস্তু

 


যেই বাড়ি খোলামেলা,

অনায়াসে আলো হাওয়া

করে আসা যাওয়া,

ভক্তি ও প্রেমে দুইবেলা

পুজো হয় যেইখানে 

ইষ্ট দেবতার,

ধুপ দীপ এ ভরে চারিধার,

ঘন্টা বাজে, শঙ্খধ্বনি

পড়ে যেই স্থানে, 

লক্ষী ও গণেশ জেনো 

থাকে সেইখানে।


ভক্তিভরে ঈশ্বরের যে বা সেবা করে,

অর্থকষ্ট কখনও থাকে না সেই ঘরে,

হোক না সে ভিন্ন কোনো ধর্মের সম্পূর্ণ, 

কৃপায় থাকে সে ভক্তের বাড়ি, প্রাচুর্যে পরিপূর্ণ।

Thursday, June 8, 2023

জীবনধারা


বিরহের-ই ফাঁকে ফাঁকে

আনন্দ নিশ্চিন্তে থাকে।


কান্না যখন ভীষণ বেগে

স্রোতের মতো আছড়ে পড়ে

তারই মাঝে উঁকি মেরে 

সজাগ হাসি থাকে জেগে।


সুখ দুঃখ কান্না হাসি

একই সাথে খেলা করে

মিলে মিশে এ সংসারে 

গল্প বলে রাশি-রাশি।

Tuesday, June 6, 2023

গণখুন


 





কার ভুল, এ কার ভুল?
ফুলের মত নীরবে ঝরে
গেল কত শত প্রাণ,
কত পরিযায়ী কর্মীর দল,
কত নিষ্পাপ
, ক্লান্ত ঘুমন্ত
যাত্রী,  নিঃশব্দ চিৎকার
নিঃশ্বাস রুদ্ধ করল
কালরাত্রি!!

 
এত প্রযুক্তির
 আস্ফালন?
পারল না বাঁচাতে আর্তনাদে
ফুরিয়ে যাওয়া জীবন?
যেই ঘরে দুটো তালা ঝোলা
তার আশেপাশে নেই কোনও ক্যামেরা?
কেন? কেন? কেন?
তবে কী করে
ধরবে কার ভুল
এ হেন মর্মান্তিক দুর্ঘটনার মূল?

এখন চলেছে ঝগড়ার ঝড়, অহেতুক
প্রশ্নের বাণ, অফুরন্ত, অক্লান্ত
অর্থহীন বাণী, সমাধানের বদলে হচ্ছে
সমস্যার উদ্ভব। সবাই পন্ডিত, সবাই জ্ঞানী!

কত আশা হলো ধ্বংস, নৃশংস
এই অকালমৃত্যুতে খসে পড়লো কত
স্বপ্নের সংসার, গণমৃত্যু এ যে, কে
নেবে এ অন্যায়ের ভার

করমন্ডল এই দুর্ঘটনায়
গাফিলতি বলো কার
কে বইবে কাঁধে হায়
এ হেন গণখুনের দায়?


সবাইকে ছেড়ে কোন গোবেচারাকে ধর,
তারই
হোক শাস্তি, তবেই বুঝি আসবে
ধামাচাপা দেওয়া শান্তি।