Saturday, July 31, 2021

ইএমআই






মাস জুড়ে ই এম আই

করে শুধু খাই খাই,

আয় করা টাকা-কড়ি

ফাঁকা হয় তাড়াতাড়ি,

পকেট গড়ের মাঠ হয়।


ইনকাম অনেক তবু

মনে হয় ভারি কম

লোভি ভিখারির শ্রম

সাতদিনে ফেলে দম

গিলে নেয় আধ মাসে

আছে যত ক্রেডিটারস ডট কম।


জিনিষ-এর জঙ্গলে

বুলি শুধু আরও চাই,

আটকানো সকলেই

চাহিদার বেড়াজালে

ই এম আই গুলি করে 

সঞ্চয় মাঠে মারা যায়।  

 

2 comments:

  1. আধুনিক অর্থনীতি দাঁড়িয়ে আছে নিত্য নতুন চাহিদা তৈরীর উপর।এবং " আজ কিনুন কাল দাম দিন" এই ধারনার উপর।কাজেই চারদিকে এত ঝণদানকারী সঙস্থা আর গৃহস্থের এএমআই তে পকেট শূন্য।

    ReplyDelete
    Replies
    1. একদম সঠিক বলেছ, অপূর্ব। পদ্য-টি পড়ে মন্তব্য করে সাপোর্ট করবার জন্য অশেষ ধন্যবাদ।

      Delete