আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে।
আসবে সে যে সেজে গুজে
বসবে তোমার বুকের মাঝে
ডাক তারে সকাল সাঁঝে।
আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে।
বললে যীশু যীশুই বল
আল্লা খুদা বলেই চল
কিংবা রাধা কৃষ্ণ নামে
ডাকলে সবই হবে ভাল
দেখবে তারে সকল স্থানে।
আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে।
ভিতর বাহির করে আলো
আসবে তারা সবাই নেমে
ঘুচবে যত আঁধার কাল
ভাসবে তুমি অসীম প্রেমে
মনটা তোমার ভরবে জ্ঞানে।
আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে।
No comments:
Post a Comment