Friday, July 23, 2021

অরূপ দর্শন

 








তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

আলোর মাঝে তোমায় দেখি
কখনও পিতা, সখা তুমি
নানান সাজে নানান বেশে
নাও যে ডেকে ভালবেসে
কোলেতে তোমার। 

তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

আমার আঁধার করা দুঃখ যত
দংশে বিষধর-এর মত
সারিয়ে তোলো অবিরত
আমার ওপর ঝরলো
তোমার করুনা অপার। 

তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

মনের যত বিকারগুলো
বিচার হয়ে জালাচ্ছিল
যাদু-র ছোঁয়ায় নিবে গিয়ে
এক নিমেষে উধাও হলো
এ কি অসীম চমৎকার। 

তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

No comments:

Post a Comment