মন পবিত্র, তন পবিত্র
পবিত্র আহার পান
বাহির পবিত্র, অন্তর পবিত্র
পবিত্র সকল স্থান।
চিন্তা পবিত্র দেহ পবিত্র
পবিত্র দেহের বাস
পবিত্রতা-র গুণের জোরে
বিক্রমের হয় নাশ।
দুঃখ অপমানের ফাঁদে
ফেঁসেছিল জীবন,
আজ তার-ই জন্যে তোমায়
পেলাম, মদন-মোহন।
আবার যদি কেউ আমাকে
গালমন্দ করে, বুঝব আমায়
নিচ্ছ কাছে ডেকে চুপিসারে
যাতে ক'রে চিনতে পারি
সত্যি আমি কে।
তোমায় পাওয়া সহজ হলেও
কঠিন এ দায়ভার
পবিত্রতার অভ্যেস তাই
চালিয়ে যাওয়াই সার।
No comments:
Post a Comment