Tuesday, May 4, 2021

রাজযোগ



যা কিছু দেখেছ, শুনেছ;
প্রমাণ, বিকল্প, স্মৃতি,
ত্যাগ কর এই মুহূর্ত থেকে,
না পার ত চেষ্টা করে যাও
হে রাজযোগী  

আমি গেছি বিদেশে,
ঘুরেছি এখানে ওখানে,
তুমি?
না, আমি যায়নি, 
বলছ মনে মনে 
গেলে বেশ হত,
না, না, না, ত্যাগ কর 
এই বিকল্প, এই প্রমাণের
অনুভূতি,  হে ত্যাগী,
দাও এ সবের 
স্বেচ্ছায় আহুতি  

ধ্যানে বসে ভাবছ এ কী 
সংসারের কথা?
তোমার পরিবারের কথা?
এই স্মৃতি জড়িয়ে আছে,
ছড়িয়ে আছে তোমার 
পথে, পাথরের মত,
যাও পথিক, অতিক্রম করে 

ছিন্ন কর সমস্ত বন্ধন,
অহেতুক, নিরর্থ বিনদন 
ত্যাগী হও, ছাড়াও 
সব চোরকাঁটার বেড়াজাল 
অভ্যাস কর দিনরাত ধরে 
আগে বন্ধন বিয়োগে, পরে 
এসে বস ত্যাগী, রাজযোগে 
 

No comments:

Post a Comment