তোমার দেওয়া ব্যথা
আমি সাদরে গ্রহণ করেছি।
রক্তাক্ত হৃদয়ের আর্তনাদ
আমিই শুনেছি কেবল,
বাইরে আসতে দিইনি।
তোমার এই দানে আমার
স্বপ্নভঙ্গ হয়েছে ঠিকই,
তবে আমার আজ চমকে
জেগে ওঠার চমৎকার,
বন্ধ চোখ খুলে যাওয়া,
আমার এই অন্ধ না হবার
উপলব্ধি, সেও তো হলো
তোমারই জন্যে।
এই বা কম কি বন্ধু,
এই বা কম কি।
আশ্চর্য এই যে, যদি তুমিও
কখন তোমার কবিতা
লেখ, হয়তো একই বেদনার
কলি ফুটবে তোমারও প্রাঙ্গণে
হয়তো তুমিও বলবে,
এই বা কম কি বন্ধু,
এই বা কম কি।
No comments:
Post a Comment