তোমার পথে, তোমার সাথে
আছে আমি রসে, বশে
সবার মধ্যে মিলে মিশে,
তর্ক থেকে থাকি অনেক দূর,
সত্য কথা কটু হলে
বলি না যে কভু ভুলে
কথা, চিন্তা, কর্ম, সুমধুর
নতুন আমার এ অভ্যেসে
আছি নেচে, গেয়ে, হেসে,
দিবারাত্রি উচ্ছাসে তাই
মনটা সদাই আনন্দে ভরপুর।
এ পথ থেকে যেন আমি
সরে না যাই কভু
এ প্রার্থনাই তোমার কাছে
করছি মহাপ্রভু।
No comments:
Post a Comment