মা আসছেন।
পৃথিবীকে করোনাসুর মুক্ত করতে,
আবার আমরা দেখবো খোলা
আকাশ, আমাদের কারারুদ্ধ শ্বাস
প্রশ্বাস পুনরায় পাবে ত্রাণ,
পাবে পবিত্র বাতাস।
তোমরা শুধু ভক্তি, বিশ্বাস
নিয়ে তৈরী থেকো, পারবে তো?
তাহলেই হবে জয়, নিশ্চয়।
মা আসছেন।
মহামারী নাশ করতে
আসছেন মহামায়া।
চোখ, কান বন্ধ করে
অনুভব কর তাঁর পদধ্বনি,
চতুর্দিক আলো করে আসছেন
করুণাময়ী, ত্রিনয়নী।
তোমরা তৈরী থেকো নিয়ে শুধু
সরল বিশ্বাস আর ভক্তি,
পরিত্যাগ কর, সকল
গরল ন্যায়, তর্ক, যুক্তি।
আনন্দ স্রোতে ভাসাতে
আসছেন পরমেশ্বরী
পৃথিবীর দুঃখ মোচন করতে
আসছেন অনুপমা গৌরী,
তিনি উমা, আমাদের মা।
তোমরা আনন্দাশ্রূ দিয়ে
বরণ করো তাঁকে
বিশ্বাস আর ভক্তি দিয়ে
সাজিয়ে দিও মাকে।
No comments:
Post a Comment