Wednesday, August 12, 2020

আজও বেঁচে আছি

 


আরে, কোথায় আছিস!

যারা ১৯৯০ এ হয়েছে

তাদের বয়সই এখন তিরিশ! 

আমরা ম্যাপের বাইরে চলে গেছি

সব, নেই ঠিকানা, নেই কোনও হদিস

তবুও কিশলয় মন, এখনও উনিশ-বিশ, 

প্রাণে, ধমনীতে, গুনগুন করে অহর্নিশ

শুধু বলে আজও আছি, আজও বেঁচে আছি।


©সুপ্রতীক সেন

2 comments: