Monday, August 10, 2020

মোহের হোম যোগ্য

 

মন জুড়ে হোম যোগ্য করছি, 

মোহ ত্যাগ করব, শপথ নিয়েছি। 

অহংকার, লোভ, ঈর্ষা, ভালবাসা, 

অনর্থ, অবিদ্যা, সঞ্চয়ের নেশা

এসব যে মিথ্যা মোহ জানতাম তা

দুঃখও যে মোহ, জানা ছিল না। 

সব কিছু অচিরেই হোলো ওম স্বাহা

নাছোড়বান্দা দুঃখ্য দেখি যেতে চায়না, 

এমন সময় কানে এল খঞ্জনির ধ্বনি

খোল বাজে, অনর্গল হরিবল শুনি,

দুঃখ কষ্ট যত ছিল সবই যে পালালো

হরিনামে মোহ হোম সম্পূর্ণ হলো।


© সুপ্রতীক সেন

No comments:

Post a Comment