Friday, April 23, 2021

বাঁচবে সর্বজন

উঠেছে করোনার দ্বিতীয়
ঢেউ, রূপকথার রাক্ষস
যেন, চুপিসারে বেরিয়ে এসে
করছে হাউ, মাউ, খাউ।

উদভ্রান্ত মানুষ, সমগ্র বিশ্ব
জুড়ে করছে হাহাকার, কেউ
মরছে ভাইরাসের কোপে, কেউ
মরছে ভয়ে, কেউ ভয়ে মরছে,
এই বুঝি ক্ষুদ্র নরখাদকের দল
ক'রে দেহে অনধিকার প্রবেশ
করে বুঝি সবাইকে শেষ।

অগনিত মূল্যবান জীবন
হারাচ্ছে প্রাণ, বিজ্ঞানী,
ডাক্তার, সেবক, সেবিকার
অক্লান্ত পরিশ্রম, নির্ভীক
রাজপুত্রে-কন্যাদের মত,
দেখাচ্ছে আশার আলো,
এই শিখার জ্যোতি বিফলে
যাবে না কখনো, পরাজিত
করবে তারা রূপকথার রাক্ষসদের।
নির্মূল হবে বাক্সে বন্ধ করোনার
প্রাণভ্রমর, স্তব্ধ হবে করণের আক্রমণ,
সেবার হবে জয়, বাঁচবে সর্বজন।

#covid19

some small poems

times have passed
so have the sins,
in the space that lasts
we can create love within

....

before you die
never hesitate to try,
all steps faltered
can be altered,
all wrongs righted,
all mistakes corrected,

as long as you're breathing
as long as you're living
never stop trying

...

I don't win if you lose
my profit isn't in your loss
strides for peace if you choose
to live by these thoughts 

...

Thursday, April 22, 2021

কিছু কবিতা

কিছু কবিতা আছে
ভয়ংকর তেতো
প্রথম পাতে পড়া
নিমপাতার মত।  

খেতে কড়া হলেও
উপকারী তারা
ভিন্ন স্বাদে ভরা। 

চোখ কান মন হয় 
উন্মুক্ত, নিরাময়।    

an incurable malady

a disease...
traveled beyond
its borders, affected
the entire village, now
an incurable malady;
the first-world snobbery

une maladie a voyagé
au-delà de ses frontières,
affecté tout le village,
en ce moment,
un désordre inguérissable;
le snobisme du premier monde

একটি রোগ ...
নিজের রাজ্য অতিক্রম
করে ছড়িয়ে পড়েছে
সমগ্র গ্রামে
এখন এক দুরারোগ্য ব্যাধি;
প্রথম বিশ্বের উন্নাসিকতা 



শংখধ্বনি








তুমি চলে গেলে, তোমার লেখা,
বেদনা, ভালবাসার ভান্ডার,
তোমার 'হাতে হাত রেখে,
বেঁধে বেঁধে' থাকার আকুতি,
তোমার লেখনীতে ধরা পড়া
পাঁজরে দাঁড়ের শব্দধ্বনি
বিফলে যাবে না দেখো
হে চিত্তপ্রিয়, হে চূড়ামণি ।


জানি তোমারি রচিত
সুন্দর পৃথিবীর বুকে,
তোমার অপূর্ব বাণী,
তোমার বইয়ের ঘর,
যেখানে ধরা আছে
সময়ের জলছবি, বিছিয়ে
আছে তোমার জীবনের
সামান্য অসামান্য পাতা
শুকিয়ে যাবে না দেখো,
হে কাব্য শিরোমণি।


তোমার অসংখ্য ভক্তবৃন্দ,
ছাত্র ছাত্রী, পাঠক, পাঠিকা,
বাঁচিয়ে রাখবে তোমায়, তোমার
শব্দ আর সত্যের হাতছানি
ডাকবে তাদের, কবির মর্ম
বিমুগ্ধ করবে তাদের প্রতি পলে,
তাদেরই মুখে মুখে বাজবে 

যুগযুগ ধরে পবিত্র শংখধ্বনি। 


Wednesday, April 21, 2021

অনন্ত করুণার সুরে

যত শত সহস্র মন
করে চরাচর পৃথিবীর
বুকে, তারা যেন দেব
দেবী হয়ে বিচরণ করে
আমার অন্তরের আকাশে,
শিহরণ করি অনুভব
সমস্ত শরীরে। 

প্রণমি সবারে আমি আজি
এই অনুপম অমূল্য জ্ঞানে,
সশক্ত আমি তাই যেন
প্রতি পলে , প্রতি ক্ষণে
আলোকিত চারিধার, পুলকিত
আধার থেকে আঁধার যায় সরে
অনন্ত করুণার সুরে।  

বনবাস

আমার অন্তরে অফুরন্ত 
সূর্যের বসবাস
তবু চোখ মেলেও
অন্ধ আমি যেন, 
অন্ধকারে নির্বাসন 
চিরন্তন বনবাস 

Taking an examination in silo

I may be a writer
but what's preventing
me from thinking
like an editor, 

I may work as a clerk
but what's stopping
me from thinking
like the CEO,

I may be an Indian
but what's restricting me
to think like a being
of the world

পৃথিবীতে

পৃথিবীর কাছে যাই ধরা আছে
তাই কল্যাণময়

পৃথিবীতে যা কিছু আছে
সবই সহজ, খোলা মেলা

তাও কত রহস্য
কত শত বিস্ময় 

Saturday, April 17, 2021

প্রথম দেখা


কবে তোমার সাথে প্রথম
দেখা হয়েছিল ভাবতে ভাবতে
খেই হারিয়ে ফেলেছিলাম,

বোধহয় কলেজের লাইব্রেরিতে,
তুমি সুপ্রিয়া ভট্টাচার্যের কোন
এক উপন্যাসের মধ্যে ডুবে ছিলে,
আর আমি হয়ত কোন
অছিলায় এসেছিলাম তোমার
খোঁজে, 

বা হয়ত বিশুদার চায়ের দোকানে,
তুমি কালো লেবু চায় চুমুক
দিচ্ছিলে, আর পিঠে নিশ্চিন্তে
লুটাচ্ছিল তোমার ঘন বিনুনি
আমি এসেছিলাম কোন এক অজুহাতে,
হয়ত সেদিন তোমায় প্রথম দেখেছিলাম,

কিংবা তুমি যেদিন তোমার উদাত্ত
গলায় 'এ কি করুণা' গাইছিলে তোমার
বন্ধুদের মাঝে, আমি হঠাৎই এসে
পড়েছিলাম তোমার সামনে করুণাময়ের
কৃপায়, শুনেছিলাম তোমার গান 
মনপ্রাণ দিয়ে, সেদিনই কি তোমায় প্রথম
দেখেছিলাম; 

না, মনে পড়েছে, যেদিন তুমি 
যৌনকর্মীদের সন্তানদের মনোযোগ
দিয়ে দুলে দুলে অ, আ, ক, খ পড়াচ্ছিলে,
আমি সেদিন তোমাকে তোমার কাজের
ফাঁকে প্রথম দেখেছিলাম,

তার আগের যত দেখা সেগুলো
ছিল বাইরে থেকে দেখা, তোমার
সমুদ্রের মত গভীর চোখ, তাতে
হাবুডুবু খেয়ে তলিয়ে গিয়েছিলাম,
তোমার ঘন কালো মেঘের মত চুল,
তাতেই গিয়েছিলাম হারিয়ে, তোমার
সুমধুর কণ্ঠের জাদুতে মন্ত্রমুগদ্ধ
হয়ে গিয়েছিলাম,  

তোমার কর্মকান্ডের মধ্যেই
খুলেছিল আমার চোখ, তোমার
অন্তরের সাথে  সেদিনই হয়েছিল
আমার প্রথম দেখা।