Monday, November 14, 2022

যখন তুমি থাক

 যখন তুমি থাক
আমার সাথে, কথা
বল, হাস খেলো, তখন
তোমায় চিনতে পারি
আমার মতন করে।

ভিড়ের মধ্যে মিশে
যখন যাও, তখন
তোমার দৃষ্টিভঙ্গি
তোমার চিন্তাধারা 
অন্য কথা বলে।

চেনা সঙ্গি, কেমন করে
লোকের সাথে ভিড়ে
হয় যে অচেনা, একলা
বসে কেবল শুধু ভাবি,
কিছুই বুঝিনা।


বন্ধুত্বের সেই উষ্ণ
মাদকতা ঝেরে, 
ওঠে প্রলয়-এর ঝড়
হারিয়ে ফেলি কাছের
সাথী টিকে, 
ঝগড়াঝাঁটি করে।

No comments:

Post a Comment