যখন তুমি থাক
আমার সাথে, কথা
বল, হাস খেলো, তখন
তোমায় চিনতে পারি
আমার মতন করে।
যখন যাও, তখন
তোমার দৃষ্টিভঙ্গি
তোমার চিন্তাধারা
অন্য কথা বলে।
চেনা সঙ্গি, কেমন করে
লোকের সাথে ভিড়ে
হয় যে অচেনা, একলা
বসে কেবল শুধু ভাবি,
কিছুই বুঝিনা।
বন্ধুত্বের সেই উষ্ণ
মাদকতা ঝেরে,
ওঠে প্রলয়-এর ঝড়
মাদকতা ঝেরে,
ওঠে প্রলয়-এর ঝড়
হারিয়ে ফেলি কাছের
সাথী টিকে, ঝগড়াঝাঁটি করে।
সাথী টিকে, ঝগড়াঝাঁটি করে।
No comments:
Post a Comment