Monday, November 14, 2022

খ্যাপা


- শিক্ষিত হও, মূর্খ থেকে
কি লাভ বল?
এ কথাটা বহুবার শুনে,
চাপা গলায় খ্যাপা উত্তর
দিল।
- আজ অবধি যত হয়েছে ক্ষতি, পৃথিবীর এই বুকে,
শিক্ষিতরাই করেছে
সবটুকু, ঠান্ডা মাথায়
দেখে শুনে বুঝে।
নিচু গলায় বললেও তা
সবাই শুনতে পেল,
তাই-
ঝনঝনিয়ে
কড়তালির আওয়াজ...
সবাই শুনতে পেল।।

(এ জবাবে বেজায় ক্ষুব্ধ
হয়ে, খ্যাপা-কে কেউ চুপ
করিয়ে দিল।) 

No comments:

Post a Comment