প্রচন্ড চাপা রাগ
তাই কবিতা লিখি।
চাপা দুঃখ
একাকিত্ব ঘিরছে ধীরে
ধীরে, অতীতের দরজার
সামনে অগণিত চটি,
চপ্পল আজ উধাও, কলিং
বেল-এর অনন্ত বিশ্রাম, সব
দুঃখ প্রবল হয়ে হয়েছে বিলীন
হাস্যকৌতুক, চার্লি চাপলিন
তাই কবিতা লিখি।
চারিদিকে শুধু গোলাগুলি,
কথায় কথায়
গালাগালি, দলাদলি
তাই কবিতা লিখি।
পৃথিবীতে ল অফ দ্য ওয়ার্ল্ড
বলে কিছু নেই, আছে শুধু
হিংসুটে ল অফ দ্য ল্যান্ড
তাই ত কবিতায় পড়ে দীর্ঘশ্বাস
কবিতায় বসবাস, বনবাস।
প্রতিবেশী তোমায় আমি
ভালবাসি, বই-এর শব্দজালে
বন্দী, কিছু করতে পারব না
জানি, তাই কান্নায় ভেঙে
আনন্দের জাল বুনি
যদি কখনও আমাদের
সম্বিত ফেরে, ফেলে আসা
কালের স্মৃতির স্রোতে,
এইটুকুই আশা তাই
কবিতাকে ভালবাসা
তাই কবিতায় থাকা,
তাই কবিতা লেখা।
বাক্যের বাঁধন নেই,
বানানগুলি সব নড়বড়ে,
ব্যাকরণ ব্যা ব্যা করে
এই পুঁজি নিয়ে, ভাবনাকে
সম্বল করে ভাষা-র সাগরে
ভাসা, যা শুনি,যা বুঝি, দেখি,
ভাঙা ভাঙা শব্দেই লেখা।
কি দুঃসাহস আমার
আমি কবিতা লিখি।
No comments:
Post a Comment