কষ্ট না করলে কেষ্ট মেলে না,
এ কথা যেমন ঠিক
তেমন কেষ্টকে কষ্ট দিয়ে কি
তাঁকে কখনও পাওয়া যায়?
লক্ষ্মী মন আমার, দেখো,
তোমার কোন ব্যবহারে,
কর্মে, অথবা চিন্তনে যেন
সে কখনও ব্যথা না পায়।
মাখনচোরের সাথে যত পারো
খেল; যেমন লুকোচুরি, চোরচোর,
আইসবাইস, কিন্তু তাঁকে নিয়ে
ছেলেখেলা করো না। তাহলে
নেই আর কোনো উপায়!
সংসারে থেকে তুমি
কমবেশি অপবিত্র হয়েছ,
এ কথা মেনেই নিজেকে
পবিত্র করার চেষ্টা কর
প্রতিটি কর্মে, বাক্যে, ভাবনায়।
Very sweet and cute poem Supratik (Antu) .
ReplyDeleteThank you, Ruma
Delete